WB New Scheme 2024WB New Scheme 2024

WB New Scheme 2024: আমাদের রাজ্যে রাজ্য সরকার প্রবর্তিত প্রচুর প্রকল্প রয়েছে যার দ্বারা সমস্ত রাজ্যবাসী প্রচুর সুযোগ-সুবিধা ভোগ করেছে। সম্প্রতি লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই রাজ্যের তরফ থেকে আবারও একটি নতুন প্রকল্প ঘোষণা করা হল।রাজ্য সরকার প্রবর্তিত এই নতুন সরকারি প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীরা বছরে কাজ পেয়ে যাবে এবং তার সাথে ১২,৫০০ টাকা পাবেন মাত্র একটি কার্ডেই। এই নতুন প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

WB New Scheme 2024: কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিবাদ পুরোনো। এই দুই সরকারের বিবাদের ফলে রাজ্যের মানুষেরা বহুবার বহু বিভিন্ন রকমের প্রকল্পর সুবিধার হাত থেকে বঞ্চিত হয়েছে। লোকসভা নির্বাচনে ফলাফল প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত এবং লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে পর্যন্ত সবচেয়ে আলোচ্য বিষয় ছিল ১০০ দিনের কাজ। কেন্দ্র ও রাজ্যের মধ্যে এই বিষয়টি খুবই বিতর্কিত। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল যে কেন্দ্র সরকার এখনো পর্যন্ত সেই টাকা দিচ্ছে না আবার কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ দিয়েছিল কেন্দ্র সরকার টাকা দিলেও রাজ্য সরকার তার কোন যথাপযুক্ত হিসেব না দেখাতে পাওয়ার জন্যই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন :  IBPS Gramin Bank Recruitment 2024: গ্রামীণ ব্যাংকে ৭০০০টি শূন্যপদে কর্মী নিয়োগ, বিনামূল্যে অনলাইনে জানান আবেদন শীঘ্রই ।

লোকসভা নির্বাচনের আগেই রাজ্যর বিভিন্ন বৈঠকে আলোচনা এবং বাজেট পেশ করে সেখানে এই নতুন প্রকল্পের ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছিল।তবে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই রাজ্য সরকার একটি নতুন প্রকল্প ঘোষণা করল রাজ্যবাসীর জন্য এই নতুন প্রকল্পের নাম হল কর্মশ্রী প্রকল্প। ১০০ দিনের কাজ শুধুমাত্র নামেই রয়ে গিয়েছে কিন্তু রাজ্যের জনগণ পাচ্ছে না সেই কাজ তাই রাজ্যের তরফ থেকে নেওয়া হলো বড় পদক্ষেপ ঘোষণা করেছে বছরে ৫০দিন কাজ দেওয়া হবে সমস্ত রাজ্যবাসীকে।

৭ই জুন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে প্রায় ৩৮হাজার জব কার্ড তৈরি করা হয়েছে তবে রাজ্য সরকারের লক্ষ্য শুধুমাত্র ৩৮হাজার নয় তার লক্ষ্য হলো ৭৫ লক্ষ জব কার্ড তৈরি। তার জন্য ইতিমধ্যে বিভিন্ন কাজ শুরু হয়ে গিয়েছে। গল্পের মাধ্যমে রাজ্যবাসীদের ১০০ দিনের কাজ করানো হবে তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রচলিত ১০০ দিনের কাজেই ঠিক যে পরিমাণ ও যেভাবে টাকা দেওয়া হতো এই প্রকল্প তো একইভাবে টাকা দেওয়া হবে।

আরও পড়ুন : Railway Group-D Vacancy 2024: ৪২৩৫৫ শূন্যপদে ভারতীয় রেলে Group-D পদে নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায় জানান আবেদন।

তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনো স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি যে কত পরিমান টাকা প্রদান করা হবে তবে আনুমানিকভাবে বিচার করে দেখা যাচ্ছে যে রাজ্যবাসীদের এই জব কার্ড থাকলে এবং তারা ৫০দিনের কাজ করলে বছরে১২,৫০০ টাকা পেয়ে যাবে তাদের নিজস্ব ব্যাংক একাউন্টে। এটা ঘোষনা করেছি খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে রাজ্যের বিভিন্ন এলাকায়। তাছাড়াও তারা বছরে নির্দিষ্ট ৫০ দিনে কাজ করতে পারবে এবং যার ফলে তারা নির্দিষ্ট পারিশ্রমিকও পাবে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।