Yogyashree Scheme 2024: পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনার উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প, কর্মসূচি এবং স্কলারশিপ শুরু করেছে।এবার রাজ্যের মুখ্যমন্ত্রী একটি নতুন স্কলারশিপ ঘোষণা করল যার নাম হলো যোগ্যশ্রী প্রকল্প। এই প্রকল্পে কারা, কীভাবে আবেদন করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
Yogyashree Scheme 2024 এই যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সমস্ত অনগ্রসর শ্রেণীর পড়ুয়ারা।সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর সম্প্রদায়ের ছাত্রছাত্রী অর্থাৎ এস সি এস টি সম্প্রদায় থেকে আগত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এর অন্তর্ভুক্ত হবে।এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের ৫০ টি শিক্ষা কেন্দ্রে মাধ্যমে ২০০০ এর বেশি তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
রাজ্যে যে সমস্ত শিক্ষার্থী বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা যেমন- WBJEE, NEET, JEE ইত্যাদি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে বা নিতে চায় তাদের পড়াশুনাতে যাতে কোনো আর্থিক বিঘ্ন না ঘটে সে উদ্দেশ্যেই রাজ্য সরকার এই নতুন যোগ্যশ্রী প্রকল্প চালু করেছে।
এই যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে রেল পোস্ট অফিস পুলিশ সামরিক ও আধা সামরিক বাহিনী বিভিন্ন গ্রুপ বি,সি ও ডি পদে নিয়োগের জন্য পরীক্ষার বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এর মাধ্যমে। মোট ৬ মাসে ৩০০ ঘন্টার ক্লাসের মাধ্যমে প্রশিক্ষিত করা হবে ছাত্রছাত্রীদের। ক্লাস হবে প্রতিদিন চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন অর্থাৎ ৬ মাসে মোট ৩০০ ঘন্টা ক্লাস।
পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগের তরফে পশ্চিমবঙ্গের তফাসিনী জাতীয় উপজাতি শিক্ষার্থীগণ অর্থাৎ পিছিয়ে পড়া সামাজিক জাতি গুলির উন্নতির জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারী শিক্ষার্থীরা সহজেই আবেদন সম্পন্ন করতে পারবে। সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেওয়ার পর শিক্ষার্থীর নিজের নাম ও সমস্ত নথিপত্র দিয়ে নির্ভুলভাবে ফরম ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে তাহলে আবেদনকারী আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।