পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু বিকাশ দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিপশ্চিমবঙ্গ মহিলা ও শিশু বিকাশ দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি

রাজ্যের মহিলা ও শিশু বিকাশ দপ্তর (WCDSWD) থেকে সম্প্রতি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পদের জন্য প্রাথমিক মাসিক বেতন নির্ধারিত হয়েছে ১৫ হাজার টাকা। যারা এই পদের জন্য যোগ্য এবং আগ্রহী, তারা অনলাইন অথবা অফলাইনে আবেদন করতে পারেন।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট ফর্ম্যাটে ফর্ম পূরণ করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

তবে আবেদন করার আগে, কোন পদের জন্য নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, এবং কতটি শূন্যপদে নিয়োগ করা হবে, সেই বিষয়ে বিস্তারিতভাবে জানা উচিত।

নূন্যতম উচ্চমাধ্যমিক পাসে স্কুল সার্ভিস কমিশনে ২৬২৯টি শূন্যপদে নিয়োগ, আবেদন জানান শীঘ্রই।

নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর: 72/DSWO/KPG/2024

পদের নাম: কেস ওয়ার্কার (Case Worker)

মাসিক বেতন: প্রতি মাসে ১৫ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা:

1.যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস।

2.কম্পিউটারের কাজের দক্ষতা থাকতে হবে, বিশেষ করে MS Office প্যাকেজে।

3.ইংরেজি এবং নেপালি ভাষায় কথা বলা, পড়া, এবং লেখা জানতে হবে।

শূন্যপদ: কেস ওয়ার্কার পদের জন্য ১ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

নিয়োগ প্রক্রিয়া:

  • শিক্ষাগত যোগ্যতা: ৩০ নম্বর
  • কম্পিউটার টেস্ট (প্র্যাকটিক্যাল): ১৫ নম্বর
  • মৌখিক পরীক্ষা: ৫ নম্বর

আবেদন পদ্ধতি: আবেদন করতে হলে প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তির ৩ নম্বর পেজ থেকে আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে। ফর্মটি প্রিন্ট করে, প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জেরক্স করে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

1.দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।

2.বয়সের প্রমাণ হিসেবে প্যান কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম সনদ, বা আধার কার্ডের মধ্যে যেকোনো একটি।

3.শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট।

4.অভিজ্ঞতার সার্টিফিকেট।

5.EWS সার্টিফিকেট।

6.কম্পিউটার সার্টিফিকেট।

7.মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Office of the District Social Welfare Office, Old Hotel Chimal, Ringkingpong Road, Kalimpong–734301

৩৬ হাজার শুন্যপদে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের। আবেদন করার সুযোগ রয়েছে ২৩টি জেলার জন্য।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৩ আগস্ট ২০২৪
  • আবেদন শুরু: ২৩ আগস্ট ২০২৪
  • আবেদন শেষ: ১৭ সেপ্টেম্বর ২০২৪

এবার আবেদনকারী সবাইকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উপযুক্ত ফর্ম এবং কাগজপত্র প্রস্তুত রাখতে হবে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দিতে হবে।

Official Notification:  click here

Official Website: Click Here

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।