গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা।

এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে সব সময় পানীয় পান করা দরকার। তবে সেই পানীয় যেন হয় টাটকা এবং স্বাস্থ্যসম্মত।

এই গরমে বাজারের প্যাকেটজাত পানীয় নয় ঘরের ফলের তৈরি পানীয় পান করা উচিত।

 সবার পছন্দের ফল আপেলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন C যা আমাদের শরীরের জন্য প্রচুর উপকারি।

আপেল

আপেল

 কমলা লেবুর রস এই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন C এছাড়াও কমলা লেবুর রসে রয়েছে প্রচুর হাই ফ্যাট রিচ কার্বন যা শরীলে মেদ কমাতে সাহায্য করে। এবং কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান।

কমলালেবু

টমেটোর রস এবং করলে হৃৎপিণ্ডের বহু রোগের হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা রয়েছে। এক কাপ টমেটো জুস প্রতিদিন দুবেলা সেবন করলে ভিটামিন সি ঘাটতি পূরণ হয়।

টমেটো

টমেটো

বিটের রসে অন্যান্য ফলের তুলনায় অনেক কম পরিমাণে চিনি থাকে। বিটে রয়েছে প্রোটিন ফাইবার যা আমাদের জন্য উপকারী।

বিট

বিট

ক্রাইবেরি জুস এ রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন C এবং E। ক্রামবেরি রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার যা আমাদের শরীরে ইউনারি ট্রাক ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে।

ক্রানবেরি

ক্রানবেরি

ডালিমের রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন K যা শরীরে রক্ত জমা বাধা হৃদপিন্ডের রোগ সারাতে এবং শরীরের হাড় মজবুত করতে সাহায্য করে।

ডালিম

ডালিম