WBCHSE Result Check 2024WBCHSE Result Check 2024

WBCHSE Result Check 2024: সমস্ত পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে খুশির খবর যারা উচ্চমাধ্যমিকের ফলাফল কবে প্রকাশিত হবে সেই চিন্তা করেছিলেন সেই চিন্তার অবসান ঘটালো পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি কাউন্সিলর। ৮ই মে অর্থাৎ বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। যে সমস্ত পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা তাদের সন্তানের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তিত যে কখন, কোন অ্যাপে এবং কোন সময়ে রেজাল্ট প্রকাশিত হবে সেই সমস্ত বিষয়ে সন্দেহ দূরীভূত করতে আজকের এই প্রতিবেদনটি।

WBCHSE Result Check 2024
সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের(WBCHSE)তরফ থেকে কোন অ্যাপে, কখন এবং কবে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হবে সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে আগামী ৮ই মে,২০২৪ তারিখে দুপুর ১:০০ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। এবং দুপুর তিনটা থেকে অনলাইনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক প্রার্থীরা তাদের দ্বাদশ শ্রেণীর ফলাফল চেক করে নিতে পারবে।

আরও পড়ুন:Aikyashree Scholarship 2024: পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আবেদন জানাতে পারবেন এই স্কলারশিপে, এছাড়াও জানুন বিস্তারিত আবেদন যোগ্যতা।

WBCHSE Result Check 2024

৮ই মে দুপুর তিনটাতে উচ্চ মাধ্যমিক প্রার্থীরা তাদের ফলাফল অনলাইনে দেখতে পারলেও ১০ই,মে ২০২৪ এ দুপুর ১০:০০টা থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলে স্কুলে মার্কশিট বিতরণ করা হবে।

উচ্চমাধ্যমিকের নাম্বারে যারা আশানতুত সন্তুষ্ট হবেনা এবং যাদের ধারণা তারা আরও ভালো নাম্বার এর প্রার্থী তাহলে তারা আবার তাদের খাতা PPR/PPS এর জন্য পাঠাতে পারে তবে এখনো এই বিজ্ঞপ্তিতে কবে থেকে পাঠানো যাবে সেই বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি বলা হয়েছে শীঘ্রই আরো একটি নোটিসের মাধ্যমে তা জানানো হবে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।