WB ICDS Anganwari Supervisor Recruitment 2024WB ICDS Anganwari Supervisor Recruitment 2024

WB ICDS Anganwari Supervisor Recruitment 2024:রাজ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতে বিশাল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতে সরকারি চাকরি তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগের জন্য বিস্তারিত জানতে হলে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত পড়ুন।

WB ICDS Anganwari Supervisor Recruitment 2024
নিয়োগকারি দপ্তর-
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম- সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে অঙ্গনওয়াড়ি Supervisor পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ- যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে মোট ১৩,২২৫টি পদে রাজ্যে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন:Agriculture Office Job Recruitment 2024: সর্বোচ্চ বেতনে কৃষি দপ্তরের অফিসে নতুন কর্মী নিয়োগ, আবেদন জানান শীঘ্রই।

বয়স-supervisor পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে তবেই সেই আবেদনকারি প্রার্থী এই পদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এছাড়াও সরকারি নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেণীগুলির জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- supervisor পদে আবেদন করতে হলে আগ্রহী আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস হতে হবে।

আবেদন প্রক্রিয়া- রাজ্য সরকারের অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে তারপরে নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে তাহলেই আবেদনকারীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচন পদ্ধতি:- এই পদে চাকরির জন্য প্রার্থীদের প্রথমে একটি পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে তাদের ইন্টারভিউ ডাকা হবে এবং তারপর যোগ্যতার ভিত্তিতে তাদের নির্বাচন করা হবে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।