লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই ঘোষণা হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েতে বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের মোট ২৩ টি জেলা থেকেই নারী-পুরুষ সমস্ত আবেদনকারী প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে কোন্ সরকারি চাকরির অপেক্ষায় রয়েছিলেন তারা এই গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে পারবেন। তাহলে আর দেরি না করে এই প্রতিবেদনের মাধ্যমে কারা এই পদে আবেদন জানাতে পারবে এবং কিভাবে আবেদন জানাবে সেই সমস্ত বিষয়ে জেনে নেওয়া যাক।
পদের নাম- গ্রাম পঞ্চায়েতের অধীনে যে নিয়োগ করা হবে সেখানে গ্রাম উন্নয়ন দপ্তরের তিনটি ডিপার্টমেন্টে মোট ১৯টি বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ- গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে যে ১৯ টি পদে কর্মী নিয়োগ করা হবে সেখানে মোট ৬৬৫২জন কর্মী নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তাই প্রত্যেকটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা চাওয়া হয়েছে তবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীরাও এই পদগুলির জন্য আবেদন জানাতে পারেন।
বয়সসীমা- যে সমস্ত চাকরিপ্রার্থী এই পথ গুলির জন্য আবেদন জানাবেন তাদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীগুলোর জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
আবেদন প্রক্রিয়া- আগ্রহী আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য প্রথমে বৈধ মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করে ফর্ম ফিলাপ করে অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে সাবমিট করতে হবে। তাহলেই আবেদনকারীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন ফি- পশ্চিমবঙ্গ রাজ্যের ২৩ টি জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল আবেদনকারী প্রার্থীরা এই পদগুলিতে আবেদন জানাতে পারেন একদম বিনামূল্যে। তার জন্য কোন রকমের আবেদন ফি জমা করতে হবে না।
নিয়োগ পদ্ধতি- গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যেহেতু একের অধিক পদে নিয়োগ করা হবে তাই তার জন্য নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে ভিন্ন। কিছু ক্ষেত্রে প্রথমে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে এবং লিখিত পরীক্ষার উত্তীর্ণ হলে তাদের ইন্টারভিউ এর মাধ্যমে দেখা হবে এবং তারপর সেখান থেকে তাদের মেরিট লিস্ট এর ওপর ভিত্তি করে যোগ্য প্রার্থী বাছা হবে। আবার কিছু কিছু পদের জন্য প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক টেস্ট দিতে হবে।