Gas Cylinder Update 2024: সরকারের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হল গ্যাস সিলিন্ডার কে কেন্দ্র করে। বাজারে গ্যাস সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করার উদ্দেশ্যে এবং সাধারণ দরিদ্র অসহায় মানুষদের বেশি দামে এই গ্যাস কেনার হাত থেকে বাঁচানোর জন্যই সরকারের তরফ থেকে বড় একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গ্যাস কোম্পানি সংস্থাগুলি ঘোষণা করেছে যে নির্দিষ্ট তারিখের মধ্যে গ্যাস সিলিন্ডারের KYC না করালে গ্যাসে কানেকশন ও ভর্তুকি পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। খুব শীঘ্রই গ্যাস সিলিন্ডারে KYC করাতে হবে।
এই বড় পদক্ষেপটি গত বছর নিয়ে নেওয়া হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। এখনো বাকি রয়েছে অর্ধেকের বেশি অর্থাৎ ৬০ শতাংশ কাজ। তাই গ্যাস সিলিন্ডার সংস্থা অর্থাৎ এলপিজি সংস্থা থেকে জানানো হয়েছে গ্রাহকেরা যদি এই কথাটি গায়ে না লাগান তাহলে তাদের বড় সমস্যার সম্মুখীন হতে হবে আগামী জুন মাস থেকে।গ্যাস সিলিন্ডারে কানেকশন ও ভর্তুকি বজায় রাখার জন্য সমস্ত গ্রাহকদের ৩১শে মে-র মধ্যে গ্যাস সংস্থা তে গিয়ে আধার ভেরিফিকেশনের সাথেKYC তে হবে আর তা না হলে বন্ধ হয়ে যাবে গ্যাস সিলিন্ডার কানেকশন ও ভর্তুকি।
কাদের গ্যাসের সংযোগ বন্ধ হয়ে যাবে আগামী মাস থেকে?
তরফ থেকে যে নয়া ঘোষণাটি হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে একটি বাড়িতে একজন ব্যক্তির নামে যদি একের অধিক গ্যাস সিলিন্ডার বরাদ্দ থাকে তাহলে একটি গ্যাস বাদে বাকি গ্যাস গুলো বন্ধ হয়ে যাবে এবং অনলাইনে করতে পারবেন না বুকিং। এবং একটি বাড়িতে একের অধিক গ্যাস থাকলে সেই বিষয়ে করা পদক্ষেপ নেওয়া হবে এমনটা উল্লেখিত রয়েছে ঘোষণাতে।এছাড়াও যে সমস্ত গ্রাহকেরা জাল অর্থাৎ অবৈধ নথিপত্র দেখিয়ে গ্যাস নিয়েছেন সেই সমস্ত গ্রাহকেরও গ্যাস সংযোগ বন্ধ হয়ে যাবে।
গ্যাসের সংযোগ বন্ধ না হওয়ার জন্য করনীয় কার্য কি?
গ্যাসের সংযোগ এবং ভর্তুকি বন্ধ না হওয়ার জন্য গ্রাহকদের তাদের নিজস্ব গ্যাস রিটেইলের অফিসে গিয়ে এখানে সমস্ত প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি(KYC)সম্পূর্ণ করতে হবে এই মাসের আগামী ৩১ তারিখের মধ্যে।KYC জন্য গ্রাহকের আধার কার্ড থাকা আবশ্যক তা না হলে কেওয়াইসি সম্পন্ন হবে না।
কারা করবেন এই KYC?
উজ্জ্বলা যোজনার অধীনে থাকা গ্রাহকদের ৩১ শে মে এর মধ্যে কেওয়াইসি(KYC)সম্পূর্ণ করতে হবে। আর তা না হলে উজ্জ্বলা যোজনা অধীনে থাকা বিপিএল শ্রেণীর গ্রাহকেরা ভর্তুকি হিসেবে পাওয়া ৩৭২ টাকা এবং সাধারণ গ্রাহকরা ভর্তুকি হিসেবে পাওয়া ৬১ টাকা আর পাবেন না।