Today gold Price in KolkataToday gold Price in Kolkata

Today gold Price in Kolkata: এবছরের শেষের দিকে সোনার দামে পতন ঘটবে বলে জানিয়েছিল বাজার বিশেষজ্ঞরা। তবে এই মুহূর্তে এক সপ্তাহ ধরে সোনার যে উর্ধ্বমুখী দাম তাতে কি কোন পতন ঘটেছে? বাজার বিশেষজ্ঞরা আবার জানিয়েছে যে ভোটের নির্বাচনের পর সোনার দামে হেরফের দেখা দিতে পারে।

Today gold Price in Kolkata গয়না বানানোর কথা ভাবলে অথবা আপনার প্রিয়জনদের গয়না উপহার দেওয়ার কথা ভাবলে তাদের জন্য তৈরি করতে পারেন গহনা এই সময়ে। গহনার প্রতি টান প্রতিটি মানুষেরই বরাবর রয়ে গেছে এবং সেই টান থাকবে তাই এর দাম যতই বৃদ্ধি হোক না কেন মানুষ পিছপা হয় না এখানে টাকা লাগাতে।

আরও পড়ুন:Medhashree Prokolpo 2024: রাজ্যের পড়ুয়াদের প্রতিমাসে ৮০০ টাকার বৃত্তি প্রদান সরকারের, আবেদন করুন এই প্রকল্পতে।

Today gold Price in Kolkata আজ ২৮ শে মে মঙ্গলবার ২০২৪ তারিখে সোনার দামের কি খবর সেই বিষয়ে জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।

আজ বাজারে এক গ্রাম ২২ক্যারেট সোনার দাম হলো ৬৬৮৫টাকা। যা কিনা গত ২৭শে মে অর্থাৎ সোমবার এক গ্রাম ২২ক্যারেট সোনার দাম ছিল ৬৬৬৫ টাকা।

২৪ ক্যারেট সোনা প্রতি গ্রাম দাম হল আজকের বাজারে ৭৪৪৬ টাকা আর ১০গ্রাম সোনার দাম ৭৪,৪৬০ টাকা

সোনার দামি নয় রূপোতে ও বেড়েছে প্রচুর দাম আজকের বাজারে এক কেজি রুপোর দাম ৯৬ হাজার ৫০০ টাকা গতকাল অর্থাৎ ২৭মে যেই দাম ছিল ৯৩০০০ টাকা অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৩৫০০ টাকা।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।