Today gold Price in Kolkata: এবছরের শেষের দিকে সোনার দামে পতন ঘটবে বলে জানিয়েছিল বাজার বিশেষজ্ঞরা। তবে এই মুহূর্তে এক সপ্তাহ ধরে সোনার যে উর্ধ্বমুখী দাম তাতে কি কোন পতন ঘটেছে? বাজার বিশেষজ্ঞরা আবার জানিয়েছে যে ভোটের নির্বাচনের পর সোনার দামে হেরফের দেখা দিতে পারে।
Today gold Price in Kolkata গয়না বানানোর কথা ভাবলে অথবা আপনার প্রিয়জনদের গয়না উপহার দেওয়ার কথা ভাবলে তাদের জন্য তৈরি করতে পারেন গহনা এই সময়ে। গহনার প্রতি টান প্রতিটি মানুষেরই বরাবর রয়ে গেছে এবং সেই টান থাকবে তাই এর দাম যতই বৃদ্ধি হোক না কেন মানুষ পিছপা হয় না এখানে টাকা লাগাতে।
Today gold Price in Kolkata আজ ২৮ শে মে মঙ্গলবার ২০২৪ তারিখে সোনার দামের কি খবর সেই বিষয়ে জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।
আজ বাজারে এক গ্রাম ২২ক্যারেট সোনার দাম হলো ৬৬৮৫টাকা। যা কিনা গত ২৭শে মে অর্থাৎ সোমবার এক গ্রাম ২২ক্যারেট সোনার দাম ছিল ৬৬৬৫ টাকা।
২৪ ক্যারেট সোনা প্রতি গ্রাম দাম হল আজকের বাজারে ৭৪৪৬ টাকা আর ১০গ্রাম সোনার দাম ৭৪,৪৬০ টাকা।
সোনার দামি নয় রূপোতে ও বেড়েছে প্রচুর দাম আজকের বাজারে এক কেজি রুপোর দাম ৯৬ হাজার ৫০০ টাকা গতকাল অর্থাৎ ২৭মে যেই দাম ছিল ৯৩০০০ টাকা অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৩৫০০ টাকা।