দেশের ছাত্র-ছাত্রীরাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের আলোর। তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যে এমন অনেক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে যারা আর্থিক সমস্যার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না অর্থাৎ তারা পড়াশোনা থেকে বাতিল হয়ে যায়। এইরকমই দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্যের জন্য রাজ্যে নানা রকমের স্কলারশিপের ব্যবস্থা রয়েছে তার মধ্যে একটি অন্যতম স্কলারশিপ হলো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে মেধাবী ছাত্র ছাত্রীরা মাধ্যমিক কে ভালো নাম্বার করলেই তার পর থেকে উচ্চ শিক্ষার জন্য এই টাকা পেয়ে থাকে। তাহলে আর দেরি না করে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জানবো এই প্রতিবেদনের মাধ্যমে।
আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা-
১) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মাধ্যমিকে ন্যূনতম ৬০ শতাংশ নাম্বার নিয়ে পাস করে একাদশ শ্রেণীতে আর্টস, সায়েন্স অথবা কমার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে তাহলেই সেই শিক্ষার্থী এই পদে আবেদন জানাতে পারবে।
২) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নাম্বার নিয়ে পাস করে বর্তমানে স্নাতক স্তরের কোন্ ডিগ্রির জন্য প্রথম বর্ষের শিক্ষার্থী অথবা স্নাতকে সেমিস্টার ওয়াইজ কোন ইয়ারে ষাট শতাংশ নাম্বারের ওপরে পেলেও এই স্কলারশিপ এ শিক্ষার্থী আবেদন জানাতে পারবে।
৩) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ন্যূনতম ৬০ শতাংশ নাম্বার নিয়ে ডিএলএড কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীও এই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে পারবে।
৪) উচ্চমাধ্যমিকের ৬০ শতাংশ নাম্বার নিয়ে পাস করে বর্তমানে পলিটেকনিক কলেজে কোন্ ডিপ্লোমা কোর্সের ছাত্ররাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারে।
৫) স্নাতক স্তরে ৫৩ শতাংশ নাম্বার নিয়ে পাশ করা যে সকল ছাত্র- ছাত্রীরা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছে তারাও এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন জানানোর যোগ্য।
৬) এছাড়াও মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাইট শতাংশ নাম্বার নিয়ে পাশ করেছেন তারাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবে।
শর্তানুবলি- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের কিছু শর্তানুবলী রয়েছে, সেগুলি হল-
১) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) যে শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করবে সেই শিক্ষার্থীর পারিবারিক আয় বার্ষিক ২,৫০,০০০ টাকার নিচে হতে হবে।
৩) আবেদনকারী প্রার্থী যদি আগে অন্য কোন সরকারি স্কলারশিপ পেয়ে থাকে তাহলে আর এই স্কলারশিপ পাবেনা।
৪) রাজ্য সরকারের স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করলেই এই স্কলারশিপে আবেদন করা যাবে।
৫) আবেদনকারী শিক্ষার্থীকে বর্তমান বৎসরে ভর্তি হওয়া কোর্সের সার্টিফিকেট দেখাতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র- স্কলারশিপ এ আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর কিছু প্রয়োজনীয় নথিপত্র থাকা আবশ্যক সেগুলি হল-
১) পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র ।
২) নতুন কোর্সে ভর্তির রশিদ।
৩) পূর্ববর্তী বছরের পরীক্ষার মার্কশিট।
৪) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
৫) আধার কার্ড।
৬) ব্যাংকের পাস বইয়ের জেরক্স।
আবেদন প্রক্রিয়া- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করার জন্য আবেদনকারী শিক্ষার থেকে সবার প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিজের যাবতীয় তথ্য এবং যা যা দরকারি সেই সমস্ত তথ্য দিয়ে ফরম ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে তাহলেই আবেদনকারীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
স্কলারশিপের টাকা- স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনকারী প্রার্থীদের বার্ষিক টাকা প্রদান করা হয়ে থাকে।কোর্সের ওপর নির্ভর করে মাসিক ১০০০ টাকা আবার কোন্ কোন্ ক্ষেত্রে ১৫০০ এবং ২০০০ টাকা বার্ষিক টাকা প্রদান করা হয়ে থাকে।
Official Website:- Click here