SSB New job vacancy 2024SSB New job vacancy 2024

SSB New job vacancy 2024: সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি বিশেষ সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্যের ২৩ টি জেলা থেকে সমস্ত আবেদনকারী প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে Sashastra Seema Bal (SSB) এর তরফে কর্মী নিয়োগ করা হবে। তাহলে আর দেরি না করে এই পদে আবেদন জানানো জন্য বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।

SSB New job vacancy 2024
নিয়োগকারি সংস্থা-
Sashastra Seema Bal (SSB) এর তরফ থেকে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

পদের নাম- Sashastra Seema Bal (SSB) এ তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে Additional Judge Attorney General পদে কর্মীদের নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- Additional Judge Attorney General পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী ইন ল পাস করে থাকতে হবে, তাহলেই সেই প্রার্থী এই পদে আবেদন জানানোর জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

আরও পড়ুন:WB Civic volunteer Recruitment 2024: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ; বেতন ৯০০০ টাকা।

বয়সসীমা- আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা এই পদে আবেদন জানাতে পারবেন তাদের বয়স সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন- Additional Judge Attorney General পদে হওয়ার পর কর্মরত অবস্থায় প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে ১,২৩,১০০ টাকা থেকে ২,১৫,১০০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া- আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা এই পদে আবেদন জানাতে চান তাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সেখানে নিজের তথ্য দিয়ে সেটিকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনের শেষতারিখ- Sashastra Seema Bal (SSB) এর তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত হয়েছে আবেদন পত্রটি প্রকাশিত হওয়ার ৩০ দিন পর্যন্ত আগ্রহ আন্দোলনকারী প্রার্থীরা এই পদের জন্য অফলাইনে আবেদন জানাতে পারবেন।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।