SBI Adviser Recruitment 2024:ভারতীয় State Bank of India-এ কাজ করার জন্য আগ্রহী তাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। সম্প্রতি State Bank of India-তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।রাজ্যের সমস্ত নারী ও পুরুষ সকল চাকরিপ্রার্থীই এই পদে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।
কোন সংস্থার তরফে নিয়োগ করা হবে?
সম্প্রতি State Bank of India-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে?
State Bank of India(SBI)-র তরফে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে মোট ৩১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে উল্লেখিত রয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
কোন পদে নিয়োগ করা হবে?
State Bank of India(SBI)-র তরফে বিভিন্ন রকমের অ্যাডভাইজার(Advisor) পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।
আবেদন জানানোর জন্য প্রার্থীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী হওয়া আবশ্যক?
আগ্রহী চাকরিপ্রার্থী যারা অ্যাডভাইজার(Advisor)পদে আবেদন জানাবেন তাদের সরকার স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকতে হবে, তাহলেই সেই ব্যক্তি এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়া আরো বিস্তারিত জানুন অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে।
আরও পড়ুন : RRB Group-D Recruitment 2024: মাধ্যমিক পাশে রেলে ২৫ হাজার শূন্যপদে গ্রুপ ডি নিয়োগ, অনলাইনে আবেদন করুন।
প্রার্থীর বয়স সীমা কত হওয়া প্রয়োজন?
আগ্রহী চাকরিপ্রার্থী যারা State Bank of India(SBI)-র তরফে অ্যাডভাইজার(Advisor)পদে আবেদন জানাতে চান তাদের বয়স ন্যূনতম ২৪ থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে, তাহলেই সেই প্রার্থী এই পদে আবেদন জানানোর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
নিয়োজিত হওয়ার পর বেতন কত হবে?
State Bank of India(SBI)-র তরফে অ্যাডভাইজার(Advisor) পদে নিয়োজিত হওয়ার পর কর্মীর মাসিক বেতন শুরু হবে ৪৫,০০০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা পর্যন্ত। আরো বিস্তারিত জানতে দেখুন অফিশিয়াল নোটিফিকেশনটি।
কিভাবে আবেদন জানাবেন?
আগ্রহী চাকরিপ্রার্থী যারা State Bank of India(SBI)-র তরফে অ্যাডভাইজার(Advisor) পদে আবেদন জানাতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারজন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে হবে তারপর নিজের যাবতীয় বৈধ তথ্য দিয়ে ফরম ফিলাপ সম্পূর্ণ করে সেটিকে সাবমিট করতে হবে অনলাইনে তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরও পড়ুন : Forest Guard Vacancy 2024: ১৪৮৪টি শূন্যপদে ফরেস্ট গার্ড পদে কর্মী নিয়োগ, আবেদন জানান এই প্রক্রিয়ায়।
কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে?
আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তারপরে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারী প্রার্থীর যোগ্যতা বিচার ও যাচাই করে সরাসরি প্রার্থী নিয়োগ করা হবে অ্যাডভাইজার পদে।
কত টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে?
সাধারণ এবং ওবিসি শ্রেণীর প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
আবেদনের শেষ সময় তারিখ?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা State Bank of India(SBI)-র তরফে অ্যাডভাইজার(Advisor) পদে আবেদন জানাতে চান তাদের চলতি মাসের ২৭/০৬/২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Apply Link :- Click Here https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-1/apply