Ration card cancel 2024: সরকারি নির্দেশিকা অনুযায়ী আগামী মে মাসে বাতিল হতে পারে বহু রেশন কার্ড! জানুন বিস্তারিত।Ration card cancel 2024: সরকারি নির্দেশিকা অনুযায়ী আগামী মে মাসে বাতিল হতে পারে বহু রেশন কার্ড! জানুন বিস্তারিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘গরীব কল্যাণ অন্য যোজনা প্রকল্পের’ মাধ্যমে রেশন গ্রাহকেরা প্রতি মাসে ৫ কেজি করে চাল পাচ্ছিলেন। তবে নতুন মে মাস শুরু হওয়ার আগেই সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী মে মাসে বন্ধ হয়ে যেতে পারে লক্ষাধিক গ্রাহকের রেশন কার্ড। রেশন কার্ড বাতিল হওয়ার এই ব্যাপারে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

করোনাকালীন লকডাউনের সময় থেকেই দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ কেন্দ্র সরকার বিনামূল্যে খাদ্যশস্য দিয়ে আসছেন। লকডাউন বন্ধ হয়ে গেলেও দেশের প্রধানমন্ত্রী দেশের সাধারণ দরিদ্র মানুষের আর্থিক অবস্থা ভেবে এই প্রকল্প এখনো বজায় রেখেছেন। তবে সরকারের নতুন ঘোষণা অনুযায়ী বহু মানুষের রেশন কার্ড বাতিল হয়ে যাবে মে মাসে।

আরও পড়ুন:Aadhar card UIDAI Recruitment 2024: আধার কার্ড দপ্তরে নতুন কর্মী নিয়োগ, আজই আবেদন করুন এইভাবে।

কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্র প্রতিটি রাজ্যতে চিঠি লিখে জানিয়েছেন যে যে সমস্ত গ্রাহক প্রায় ছয় মাস বা তার বেশি সময় ধরে রেশন সংগ্রহ করে না তাদের নাম রেশনের তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে।

এমন পদক্ষেপ গ্রহণ করার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া দুর্বল দরিদ্র মানুষ যাদের খাদ্য সামগ্রী সত্যিই প্রয়োজন তাদের মধ্যে সরবরাহ করতে চান তবে যাদের রেশন থেকে খাদ্য সরবরাহ না করলেও চলবেতাদের তিনি এই তালিকার অন্তর্ভুক্ত রাখতে চান না। যে সমস্ত গ্রাহকরা ছয় মাস বা তার বেশি সময় ধরে রেশন সংগ্রহ করছেন না তাদের রেশন সামগ্রী দরকার নেই বলে মনে করেছেন কেন্দ্র সরকার তাই তাদের রেশন কার্ড সহ রেশন তালিকা থেকে নাম আগামী মে মাসেই বাতিল করার সিদ্ধান্তও চলছে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।