প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘গরীব কল্যাণ অন্য যোজনা প্রকল্পের’ মাধ্যমে রেশন গ্রাহকেরা প্রতি মাসে ৫ কেজি করে চাল পাচ্ছিলেন। তবে নতুন মে মাস শুরু হওয়ার আগেই সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী মে মাসে বন্ধ হয়ে যেতে পারে লক্ষাধিক গ্রাহকের রেশন কার্ড। রেশন কার্ড বাতিল হওয়ার এই ব্যাপারে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
করোনাকালীন লকডাউনের সময় থেকেই দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ কেন্দ্র সরকার বিনামূল্যে খাদ্যশস্য দিয়ে আসছেন। লকডাউন বন্ধ হয়ে গেলেও দেশের প্রধানমন্ত্রী দেশের সাধারণ দরিদ্র মানুষের আর্থিক অবস্থা ভেবে এই প্রকল্প এখনো বজায় রেখেছেন। তবে সরকারের নতুন ঘোষণা অনুযায়ী বহু মানুষের রেশন কার্ড বাতিল হয়ে যাবে মে মাসে।
আরও পড়ুন:Aadhar card UIDAI Recruitment 2024: আধার কার্ড দপ্তরে নতুন কর্মী নিয়োগ, আজই আবেদন করুন এইভাবে।
কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্র প্রতিটি রাজ্যতে চিঠি লিখে জানিয়েছেন যে যে সমস্ত গ্রাহক প্রায় ছয় মাস বা তার বেশি সময় ধরে রেশন সংগ্রহ করে না তাদের নাম রেশনের তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে।
এমন পদক্ষেপ গ্রহণ করার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া দুর্বল দরিদ্র মানুষ যাদের খাদ্য সামগ্রী সত্যিই প্রয়োজন তাদের মধ্যে সরবরাহ করতে চান তবে যাদের রেশন থেকে খাদ্য সরবরাহ না করলেও চলবেতাদের তিনি এই তালিকার অন্তর্ভুক্ত রাখতে চান না। যে সমস্ত গ্রাহকরা ছয় মাস বা তার বেশি সময় ধরে রেশন সংগ্রহ করছেন না তাদের রেশন সামগ্রী দরকার নেই বলে মনে করেছেন কেন্দ্র সরকার তাই তাদের রেশন কার্ড সহ রেশন তালিকা থেকে নাম আগামী মে মাসেই বাতিল করার সিদ্ধান্তও চলছে।