Railway Recruitment 2024: সম্প্রতি রেল বিভাগ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে।সমস্ত চাকরিপ্রার্থী যারা রেল বিভাগে চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন তাদের অপেক্ষার অবসান রেল বিভাগ দপ্তর। নারী-পুরুষ সমস্ত চাকরিপ্রার্থীরা এই আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানুন আজকের এই জানতে প্রতিবেদনটির মাধ্যমে।
কোন সংস্থা এই নিয়োগ প্রক্রিয়া চালু করেছে?
সাউথ ইস্টার্ন (South Eastern Railway) রেলওয়ে অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলওয়ে তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
সম্প্রতি যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে Trains Manager ,Assistant Loco pilot পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট কতগুলি পদে কর্মী নিয়োগ করা হবে?
South Eastern Railway এর তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে মোট ১২০২ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন জানানোর জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা?
South Eastern Railwayএর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা আবেদন জানাতে চান তাদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে এছাড়াও তাদের আইটিআই ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়াও আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা দরকার।
প্রার্থী আবশ্যিক বয়সসীমা কত হওয়া প্রয়োজন?
Trains Manager ,Assistant Loco pilot পদে আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে।এছাড়াও সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
আবেদন জানানোর পদ্ধতি?
Railway Recruitment 2024আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা South Eastern Railwayএর তরফ থেকে প্রকাশিত Trains Manager ,Assistant Loco pilot পদে আবেদন জানাতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে নিজের বৈধ ও সক্রিয় সব নথিপত্র দিয়ে ফর্ম ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে তাহলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে আবেদনকারী প্রার্থীর।
কিভাবে নিয়োগ করা হবে?
নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের কোন রকমের লিখিত পরীক্ষা দেওয়া হবে না অর্থাৎ লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে।
আবেদন জানানোর শেষতারিখ কবে?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা South Eastern Railwayএর তরফ থেকে প্রকাশিত Trains Manager ,Assistant Loco pilot পদে আবেদন জানাতে চান তারা আগামী ২০/০৬/২০২৪ তারিখে মধ্যে অনলাইনে আবেদন জানাতে পারবেন।
Official Notification:- Click Here