PMMVY Scheme 2024:দেশের সাধারণ দরিদ্র গর্ভবতী মহিলাদের আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে কেন্দ্র সরকারের এই প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা ৬০০০ টাকা পেয়ে থাকবেন। সন্তান জন্মানোর আগে প্রথমবার ১,০০০ হাজার টাকা দ্বিতীয় ও তৃতীয়বারে ২,০০০ টাকা করে এবং সন্তান জন্মানোর পরে ১,০০০ টাকা পাবেন এই প্রকল্পের আওতায়।
কোন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে?
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রালয়ের অধীনে এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
প্রকল্পটির নাম কি?
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে প্রকল্পটি সম্প্রতি ঘোষিত হয়েছে সেই প্রকল্প টির নাম হল প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (Pradhan Mantri Matri Vandana Yojana)।
এই প্রকল্পের উদ্দেশ্য কি?
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (PMMVY) হল ভারত সরকারের একটি কেন্দ্রীয় পরিকল্পনা যা গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়েদের আর্থিক সহায়তা প্রদান করে।
এখনো অনেক গর্ভবতী মায়েরা অভাব এবং পুষ্টির কারণে স্বাভাবিক শিশুর জন্ম দিতে পারেনা ফলে শিশুটি জন্ম নেয় বিকলাঙ্গ রূপে যার ফলে শিশু এবং তার মায়ের দুজনেরই অসুবিধা হয় এছাড়া অনেক ক্ষেত্রে শিশু জন্মানোর সময় শিশু এবং তার মায়ের দুজনেরই জীবনের ঝুঁকি থাকে। গর্ভবতী মহিলারা যাতে সঠিক পুষ্টি গ্রহণ করে তাদের সন্তান জন্ম দিতে পারে তার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই অভিনব প্রকল্পটির গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (Pradhan Mantri Matri Vandana Yojana)যোজনার লক্ষ্য হল গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়েদের পুষ্টির উন্নতি সাধন করা এবং তাদের সন্তানের সুস্থ জন্ম ও বৃদ্ধি নিশ্চিত করা।
এই প্রকল্পে কারা সুবিধা পাবে?
দেশের সমস্ত গর্ভবতী মহিলারা এই প্রকল্পে সুবিধা পেয়ে যাবেন এবং যারা সদ্য সন্তান জন্ম দিয়েছেন তারাও এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। তবে এ কথা মনে রাখতে হবে যে এই প্রকল্প শুধুমাত্র যারা প্রথমবার সন্তান জন্ম দিচ্ছেন তাদের জন্যই কিন্তু যারা দ্বিতীয় বার সন্তান প্রসব করবে তারা এই প্রকল্পের সুবিধা পাবে না অথবা এই প্রকল্প তাদের নাম নথিভুক্ত করাতে পারবে না
প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে?
আবেদনপত্রের সাথে এই কাগজপত্র জমা দিতে হবে
১)আধার কার্ড।
২)ভোটার আইডি।
৩)রেশন কার্ড।
৪)বিদ্যুৎ বিল।
৫)গর্ভধারণের সার্টিফিকেট।
৬)ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
কিভাবে আবেদন জানাবেন?
গর্ভবতী মায়েদের তাদের নিকটবর্তী স্বাস্থ্য দপ্তরে গিয়ে এই প্রকল্পে আবেদন জানাতে হবে এছাড়াও গর্ভবতী মায়েরা অনলাইনে আবেদন জানাতে পারেন তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে লগইন করে নিতে হবে নিজের বৈধ মোবাইল নাম্বার দিয়ে তারপর নিজের সমস্ত তথ্য দিয়ে নির্ভুলভাবে ফরম ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (Pradhan Mantri Matri Vandana Yojana) যোজনার সুবিধা পেতে, পারিবারিক আয় বার্ষিক ১লাখ টাকার বেশি হলে চলবে না।PMMVY-এর সাথে জননী সুরক্ষা যোজনাও যুক্ত করা হয়েছে হসপিটালে গিয়ে প্রসবকারী মায়েদের অতিরিক্ত ১০০০ টাকা প্রদান করা হবে।