PM Modi New Scheme 2024: দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য সরকার একের পর এক নতুন নতুন প্রকল্প ঘোষণা করেই চলেছে। আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকার থেকে ঘোষিত হলো একটি নতুন প্রকল্প যে প্রকল্পটি শুনে আপনারা খুশিতে আর্তনাদ করে উঠবেন। কি এই প্রকল্প? কারা এই প্রকল্প পাবে? কিভাবে আবেদন জানাবেন? এই প্রকল্পে সমস্ত বিষয় জানুন আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে।
কি এই প্রকল্প?
কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে প্রকল্পটি ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী আম্বেদকর হাউসিং যোজনা ( PM Ambedkar Housing Yojna)। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে প্রত্যেক মানুষ যেমন আর্থিক সাহায্য পেয়ে থাকে ঠিক তেমনি এই প্রধানমন্ত্রী আম্বেদকর হাউসিং যোজনা স্কিমের মাধ্যমেও আর্থিকভাবে দুর্বল মানুষেরা আর্থিক সাহায্য পাবেন।
আরও পড়ুন:WB Group-B Recruitment 2024:নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতাতে রাজ্যে Group-B পদে নিয়োগ।
কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
PM Ambedkar Housing Yojna প্রকল্পে আবেদন জানানোর জন্য আবেদনকারী প্রার্থীকে দরিদ্র সীমার নিচে থাকতে হবে। যে সমস্ত প্রার্থীরা এই প্রকল্পের জন্য আবেদন জানাবে তাদের মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে আবেদন জানাতে গেলে আবেদনকারীর বাড়ির বয়স ১০ বছর ধরে বেশি হতে হবে যা ১০ বছর ধরে কোন রকমের মেরামত করা হয়নি তারাই এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। এাছাড়াও এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই রেশন কার্ড থাকা আবশ্যক।
কোন বিশেষ এলাকার মানুষেরা পাবেন এই বিশেষ সুবিধা?
PM Ambedkar Housing Yojna এই প্রকল্পে আবেদনকারী প্রার্থীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে চলবে না এই প্রকল্পটি শুরু হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের হরিয়ানা রাজ্যে। এই প্রকল্প অনুযায়ী আগে প্রত্যেকে ৫০,০০০ টাকা পেতেন তবে এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে ৮০,০০০ টাকা করে পাবেন বাড়ির মেরামতের জন্য।
এই স্কিমে আবেদন জানাতে গেলে কি কি প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন?
PM Ambedkar Housing Yojna বিশেষ প্রকল্পের আবেদন জানাতে গেলে আবেদনকারী প্রার্থীদের কিছু প্রয়োজনীয় নথিপত্র থাকা আবশ্যক সেগুলি হল-
১) আধার কার্ড
২) রেশন কার্ড
৩) প্রার্থীর ব্যাংকের একাউন্ট।
৪) আবেদনকারী প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো।