ভারতীয় সেনাবাহিনীতে অনেক ধরনের সেনাবাহিনীর অস্তিত্ব রয়েছে। সেই সেনাবাহিনীর মধ্যে একটি অন্যতম এবং প্রশংসনীয় সেনাবাহিনী হল ব্ল্যাক কমান্ডো বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এই সেনাবাহিনীর দেশের সেবায় সর্বক্ষণ সজাগ, এবং প্রশংসনীয় একটি সেনাবাহিনী। ১৯৮৪ খ্রিস্টাব্দের ২২ সেপ্টেম্বর দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এই এন এস জি বাহিনী তৈরি করা হয়েছিল।
১৯৮৪ খ্রিস্টাব্দে অপারেশন ব্লুস্টারের পর এবং একই বছর ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পরে ন্যাশনাল সিকিউরিটি গার্ড তৈরি করা হয়েছিল। এই সেনাবাহিনী টি মূলত জার্মানির বর্ডার গার্ড গ্রুপের অনুকরণে তৈরি হয়েছে। এই এনএসজি বাহিনীর কমান্ডাররা সবসময় কালো পোশাক পড়ে থাকে বলে এদের ব্ল্যাক ক্যাট ও বলা হয়ে থাকে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এ মোট ১৫ হাজার কমান্ডো সেনা রয়েছে।
কালো পোশাক পরিহিত ব্ল্যাক ক্যাট সেনাবাহিনী অত্যাধুনিক সমস্ত চালনে বিশেষ পারদর্শী হয় এবং এদের চাকরিতে নিয়োগ করার আগে বিভিন্ন ধরনের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তারপরেই তাদের চাকরিতে নিয়োগ করা হয়ে থাকে।
আরও পড়ুন:Aadhar card UIDAI Recruitment 2024: আধার কার্ড দপ্তরে নতুন কর্মী নিয়োগ, আজই আবেদন করুন এইভাবে।
ন্যাশনাল সিকিউরিটি গার্ডে যোগ দেওয়ার জন্য তিনটি ধাপ অতিক্রম করতে হয় প্রথম ধাপটি হল প্রিস ইলেকশন ট্রেনিং তারপর দ্বিতীয় ধাপ হলো কোয়ালিফিকেশন ট্রেনিং এবং শেষে তৃতীয় ধাপটি হল ফাইনাল অ্যাডভান্স ট্রেনিং। এই তিনটি ধাপ অতিক্রম করে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের চাকরিতে নিয়োগ করা হয়ে।
এন এস জি কমান্ডোদের বার্ষিক গড়বেতন ১০ লাখ টাকা পর্যন্ত। পদমর্যাদা এবং র্যাঙ্ক এর উপর ভিত্তি করে তাদের বেতন স্থির হয়। NSGতে সর্বোচ্চ বেতনের অধিকারী হলো ডিরেক্টর জেনারেল, বেতন পান ইন্সপেক্টর জেনারেল এবং তৃতীয় সর্বোচ্চ বেতন পান ডেপুটি ইন্সপেক্টর, স্কোয়াড্রন কমান্ডার, গ্রুপ কমান্ডার এবং টিম কমান্ডার। তিন কমান্ডরের পরের পর্যায়ে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এই অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এর আবার তিনটি ভাগ রয়েছে।