NIT Durgapur Job Recruitment 2024:রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি বিশেষ সুখবর। যারা রাজ্যে JRF পদে নিয়োগ হতে চান তাদের জন্য রয়েছে একটি বিরাট সুযোগ। সম্প্রতি National Institute of technology Durgapur থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সমস্ত আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের এই পদে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
নিয়োগকারী সংস্থা
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (National Institute of technology) Durgapur থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম
সম্প্রতি যে National Institute of technology Durgapur থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে জুনিয়র রিসার্চ ফেলো(junior research fellow)পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
জিআরএফ (junior research fellow)পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর ওপরে এমএ অথবা এম টেক করে থাকতে হবে।
আরও পড়ুন:PM Mandhan Yojana 2024: একটি কার্ড থাকলেই পাবেন প্রতি মাসে ৩০০০ টাকা; আবেদন করুন এখনই।
মাসিক বেতন
জুনিয়র রিসার্চ ফেলো(junior research fellow) পদে নিয়োগ হওয়ার পর কর্মরত প্রার্থীর মাসিক বেতন হবে সর্বোচ্চ ২৫হাজার টাকা।
নিয়োগ প্রক্রিয়া
জিআরএফ (junior research fellow) পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের কোন রকমে লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে তাদের পদে নির্বাচনে করা হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদনকারী প্রার্থী যারাNational Institute of technology Durgapur এর তরফ থেকে junior research fellow পদে আবেদন জানাতে চান তাদের আগামী ৩০/০৫/২০২৪ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।