NHIPMPL Recruitment 2024:চাকরিপ্রার্থী যারা দীর্ঘদিন ধরে কোন ভালো চাকরির অপেক্ষায় রয়েছিলেন তাদের জন্য রয়েছে বিশেষ সুখবর। ইতিমধ্যে ভারতের জাতীয় সড়ক দপ্তরে বহু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের প্রতিটি জেলার থেকে আগ্রহী আবেদনকারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।তাহলে আর দেরি না করে আবেদন জানানোর জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।
কোন সংস্থার তরফ থেকে নিয়োগ করা হবে?
National Highway Invlt Project Managers Private Limited( NHIPMPL) থেকে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটির প্রকাশিত হয়েছে।
কোন পদে নিয়োগ করা হবে?
NHIPMPL থেকে সম্প্রতি যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে ম্যানেজার (Manager ) পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন জানানোর জন্য প্রার্থী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী হওয়া আবশ্যক?
NHIPMPL থেকে Manager পদে আবেদন জানানোর জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোন প্রতিষ্ঠান থেকে HR এ MBA সম্পূর্ণ করে কোর্স থাকা আবশ্যক এছাড়াও কম্পিউটার বিষয়ে তার অভিজ্ঞতা থাকা প্রয়োজনীয়।
প্রার্থীর বয়স সীমা কত হওয়া প্রয়োজন?
Manager পদে আবেদন জানানোর জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স নুন্যতম ৪০ বছর দেওয়া হয়েছে এছাড়াও সরকারও নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।
কিভাবে আবেদন জানাবেন?
NHIPMPL থেকে Manager পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সভা প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে নিজে রেজিস্ট্রেশন টি সম্পন্ন করে নিতে হবে এরপর নিজের সমস্ত যাবতীয় বৈধ তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে তাহলে আবেদনকারী প্রার্থীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে?
আগ্রহী আবেদনকারী প্রার্থীরা ম্যানেজার পদে আবেদন জানানোর পর তাদের কোনো রকমে লিখিত পরীক্ষা দেওয়া হবে না অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে তাদের নির্বাচন করা হবে।
কত টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে?
NHIPMPL থেকে Manager পদে আবেদন জানানোর জন্য আবেদনকারী প্রার্থীদের কোন রকমের আবেদন মূল্য জমা দিতে হবে না।
আবেদনের শেষ সময় তারিখ?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা NHIPMPL থেকে Manager পদে আবেদন জানাতে চান তারা আগামী ২৭/০৫/২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন জানাতে পারবেন।
Official Notification:- Click Here