New Pension scheme 2024: তৎকালীন বর্তমান সময়ে অবসর গ্রহণের পর বাকি জীবন নির্বাহের জন্য পেনশন স্কিম খুবই গুরুত্বপূর্ণ। পেনশন স্কিম হচ্ছে একটি আর্থিক পরিকল্পনা যার সাহায্যে আপনারা থাকাকালীন নিয়মিত অর্থনৈতিক সুবিধা পাবেন।
ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ (NPS) দেশের একটি অন্যতম জনপ্রিয় পেনশন স্কিম। NPS চক্রবৃদ্ধি আয় প্রদান করে তাই খুব অল্প সময়ের মধ্যে আয় দ্রুত বৃদ্ধি হয়ে যায়। এই পেনশন স্কিমের দ্বারা অবসর বয়সে আপনারা নিয়মিত আয় করতে পারবেন।
Pension fund regulatory and development Authority দ্বারা নিয়ন্ত্রিত NPS হল দেশের একটি অন্যতম জনপ্রিয় পেনশন স্কিম। পেনশন স্কিম অবসর গ্রহণের আগে একটা দিন টাকা জমা নেয় এবং অবসরের পরে মাসিক নির্ভরতা প্রদান করে এবং এটি একদম সুরক্ষিত।
এই পেনশন স্কিমে ১৮ বছর বয়সে NPS শুরু করা কোন ব্যক্তি প্রতিমাসে ৩৪৭৫ টাকা বিনিয়োগ করে এবং তা ৪৭ বছরের জন্য বিনিয়োগ করে তাহলে সেই ব্যক্তির যখন ৬৫ বছর বয়সে অবসরের সময় প্রতি মাসে ১ লক্ষ টাকার বেশি পেনশন পাবে এই পেনশন স্কিমের দ্বারা।
তবে এক্ষেত্রে বিনিয়োগকারী ব্যক্তি প্রতি মাসে অথবা বার্ষিক টাকাও সঞ্চিত করতে পারে তাহলে তার পরিমান একটি নির্দিষ্ট আয় তৈরি করবে।