New Pension scheme 2024New Pension scheme 2024

New Pension scheme 2024: তৎকালীন বর্তমান সময়ে অবসর গ্রহণের পর বাকি জীবন নির্বাহের জন্য পেনশন স্কিম খুবই গুরুত্বপূর্ণ। পেনশন স্কিম হচ্ছে একটি আর্থিক পরিকল্পনা যার সাহায্যে আপনারা থাকাকালীন নিয়মিত অর্থনৈতিক সুবিধা পাবেন।

ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ (NPS) দেশের একটি অন্যতম জনপ্রিয় পেনশন স্কিম। NPS চক্রবৃদ্ধি আয় প্রদান করে তাই খুব অল্প সময়ের মধ্যে আয় দ্রুত বৃদ্ধি হয়ে যায়। এই পেনশন স্কিমের দ্বারা অবসর বয়সে আপনারা নিয়মিত আয় করতে পারবেন।

Pension fund regulatory and development Authority দ্বারা নিয়ন্ত্রিত NPS হল দেশের একটি অন্যতম জনপ্রিয় পেনশন স্কিম। পেনশন স্কিম অবসর গ্রহণের আগে একটা দিন টাকা জমা নেয় এবং অবসরের পরে মাসিক নির্ভরতা প্রদান করে এবং এটি একদম সুরক্ষিত।

আরও পড়ুনNCERT New Recruitment 2024: NCERT-তে উচ্চ বেতনে চাকরি, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।জানুন বিস্তারিত।

এই পেনশন স্কিমে ১৮ বছর বয়সে NPS শুরু করা কোন ব্যক্তি প্রতিমাসে ৩৪৭৫ টাকা বিনিয়োগ করে এবং তা ৪৭ বছরের জন্য বিনিয়োগ করে তাহলে সেই ব্যক্তির যখন ৬৫ বছর বয়সে অবসরের সময় প্রতি মাসে ১ লক্ষ টাকার বেশি পেনশন পাবে এই পেনশন স্কিমের দ্বারা।

তবে এক্ষেত্রে বিনিয়োগকারী ব্যক্তি প্রতি মাসে অথবা বার্ষিক টাকাও সঞ্চিত করতে পারে তাহলে তার পরিমান একটি নির্দিষ্ট আয় তৈরি করবে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।