Medhashree Prokolpo 2024:আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের পড়াশুনাতে সহায়তা করার জন্য রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে, যার মধ্যে মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প একটি অন্যতম। রাজ্যের দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশুনাতে সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই নতুন প্রকল্পটি ঘোষণা করা হয়েছে। স্কলারশিপের সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।
Medhashree Prokolpo 2024: রাজ্য সরকার একটি নতুন স্কলারশিপের উদ্যোগ নিয়েছেন যার নাম মেধাশ্রী স্কলারশিপ। OBC সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য এই স্কলারশিপ। রাজ্য সরকার এই স্কলারশিপ এর মাধ্যমে সেই সব দরিদ্র পড়ুয়াদের আর্থিকভাবে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে যারা OBC সম্প্রদায়ভুক্ত এবং পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
যোগ্যতা:-রাজ্যের সরকারি এবং সরকারি পোষিত স্কুলের পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে।এছাড়াও এই মেধাশ্রী স্কলারশিপে আবেদন করতে হলে পড়ুয়াকে অবশ্যই OBC সম্প্রদায় ভুক্ত হতে হবে কারণ এই স্কলারশিপটি শুধুমাত্র ওবিসি(OBC) সম্প্রদায় ভুক্ত পড়ুয়াদের জন্যই।
স্কলারশিপের পরিমাণ:- মেধাশ্রী স্কলারশিপে রাজ্য সরকার রাজ্যের সরকারি স্কুলের OBC সম্প্রদায়ভুক্ত পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক ৮০০ টাকার অনুদান দেবে।
প্রয়োজনীয় নথিপত্র:- মেধাশ্রী প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করাতে গেলে আবেদনকারীকে কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে সেগুলি হল-
১) আধার কার্ডের জেরক্স
২) পরীক্ষার মার্কশীট
৩) ওবিসি(OBC)সার্টিফিকেট
৪) ইনকাম সার্টিফিকেট
৫) পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি
৬) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
৭) প্রার্থীর ব্যাংকের বইয়ের জেরক্স।
আবেদন পদ্ধতি:- আবেদনকারী শিক্ষার্থীরা সরাসরি স্কুলেই মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তার জন্য মেধাশ্রী প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে সেখানে সম্পূর্ণ করে সমস্ত নথিপত্র দিয়ে ফর্ম ফিলাপ করে আবেদন পত্র জমা দিতে পারে।
মেধাশ্রী স্কলারশিপে আর্থিক সহায়তা পেলে পড়ুয়ারা অন্য কোন স্কলারশিপ থেকে সহায়তা পাবে না কারণ নিয়ম অনুযায়ী একজন পড়ুয়া যে কোন একটি স্কলারশিপ পেতে পারে সুতরাং আপনি যদি মেধাশ্রী স্কলারশিপ এর আর্থিক অনুদান পেয়ে থাকেন তাহলে অন্য কোন স্কলারশিপের অনুদান পাবেন না। আবার একই ক্লাসে দুইবার থাকলেও একবারই টাকা পাবেন, পরেরবার নতুন ক্লাসে উত্তীর্ণ হলে তবেই টাকা পাবেন।