Lokkhir Vhandar New Update 2024Lokkhir Vhandar New Update 2024

Lokkhir Vhandar New Update 2024: রাজ্যের সমস্ত মহিলা প্রার্থী যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদের জন্য রয়েছে একটি বিশেষ সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পরই নতুন খুশির খবরের আশঙ্কা করছেন সবাই। সম্প্রতির সোশ্যাল মিডিয়ার তথ্য থেকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে সমস্ত মহিলারা লক্ষীর ভান্ডার পান তাদের টাকা বৃদ্ধি করা হবে।

Lokkhir Vhandar New Update 2024: দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মহিলাদের জন্য তৈরি করা এই লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী তাদের সকলের মন জয় করেছেন। আর সেই ফলস্বরূপ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটি দুর্দান্ত ফলাফল তৈরি করেছে।

আরও পড়ুনNCERT New Recruitment 2024: NCERT-তে উচ্চ বেতনে চাকরি, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।জানুন বিস্তারিত।

২০২১ সালে সরকারিভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুরু করেন বাংলার বুকে। এই প্রকল্পের মাধ্যমে দেশের সংরক্ষিত ও তপশিলি শ্রেণীর মহিলারা১০০০ টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা ৫০০ টাকা করে পাচ্ছিলেন। তবে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে পূর্বমুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করা হয়েছিল। ২৪ সালের মার্চ মাস থেকে রাজ্যের সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রার্থী সাধারণশ্রেণীর মহিলাদের ব্যাংক একাউন্টে ১০০০ টাকা এবং সংরক্ষিত ও তপশিলি শ্রেণীর মহিলারা১৩০০ টাকা করে ক্রেডিট হয়েছে।

Lokkhir Vhandar New Update 2024: গত ৪ঠা জুন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এই নির্বাচনে ৪২টি আসনের মধ্যে ২৯টি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও এর আগের বার হারিয়ে ফেলা কিছু সিট উদ্ধার হয়েছে এই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে।

আরও পড়ুন: Airtel Payment Bank CSP 2024: মাসে আয় করুন ২০হাজার টাকা শুধুমাত্র একটি ফোনের মাধ্যমে! করুন মাত্র এই একটি কাজ।


আর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে খবর ছড়িয়েছে আবার ও লক্ষীর ভান্ডারে টাকা বৃদ্ধি করা হবে। যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে উল্লেখিত রয়েছে এখন থেকে সাধারণ শ্রেণীর মহিলারা পাবে১৫০০ টাকা এবং সংরক্ষিত ও তপশিলি শ্রেণীর মহিলারা পাবে ২০০০ টাকা।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।