Life Certificate 2024: বর্তমানে সরকারের নতুন নিয়ম অনুযায়ী লাইফ সার্টিফিকেট না থাকলে হারাবেন সমস্ত রকমের সুযোগ সুবিধা এবং পড়বেন বিশাল বড় বিপদের মুখে। কিন্তু কি এই লাইফ সার্টিফিকেট, কিভাবেই বা বানাবেন, কেনই দরকার এই লাইফ সার্টিফিকেটের সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
Life Certificate 2024
এখন সমস্ত দুনিয়া এগোচ্ছে ডিজিটাল ভাবে, এখন সমস্ত সুযোগ-সুবিধাও হচ্ছে অনলাইনে। যদি কোন ব্যক্তির লাইফ সার্টিফিকেট অর্থাৎ জীবন প্রমাণপত্র না থাকে তাহলে সেই ব্যক্তি এখন থেকে কোন রকমের পেনশন স্কিমের অধীনে আসতে পারবেন না। সরকার নতুন ঘোষণা অনুযায়ী যদি কারোর লাইফ সার্টিফিকেট(Life Certificate) না থাকে তাহলে সেই ব্যক্তিকে খুব শীঘ্রই লাইফ সার্টিফিকেট তৈরি করে ফেলতে হবে নয়তো তিনি বিশাল বড় সুযোগের হাত থেকে বঞ্চিত হবেন।
সরকারি তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে দেশের লক্ষ লক্ষ মানুষ পেনশন পাচ্ছে আর তাদেরকে এবার থেকে দেখাতে হবে Life Certificate, যাতে তারা এখন থেকে পেনশন পান। প্রত্যেক বছরে আপনাদেরকে এই সার্টিফিকেটটি জমা দিতে হবে যাতে আপনারা গোটা একটি বছর পেনশন পান। সার্টিফিকেটটি এখন আপনাদেরকে আর অফলাইনের মাধ্যমে না জমা দিতে পারবেন অনলাইনের মাধ্যমেও।
কি কি প্রয়োজনীয় নথিপত্র দরকার এই (Life Certificate)বানানোর জন্য?
১) প্রার্থীর আধার কার্ড
২) ফির ভোটার কার্ড
৩) প্যান কার্ড
৪) রেশন কার্ড
৫) ইনকাম সার্টিফিকেট
৬) ব্যাংকের পাস বইয়ের জেরক্স
৭) ফোন নাম্বার
৮) ইমেইল আইডি
৯) বর্তমান বাসস্থানের ঠিকানা
১০) কাস্ট সার্টিফিকেট(যদি থাকে )।