IIT Computer Assistant Recruitment 2024IIT Computer Assistant Recruitment 2024

IIT Computer Assistant Recruitment 2024: রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। যারা সরকারি চাকরির অপেক্ষায় রয়েছিলেন তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। সম্প্রতি Indian Institute of Technology সংস্থার তরফ থেকে কম্পিউটার এসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন রকমে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থী।আগ্রহী আবেদনকারী প্রার্থীরা আবেদন জানান শীঘ্রই।

IIT Computer Assistant Recruitment 2024
নিয়োগকারী সংস্থা-Indian Institute of Technology অথবা আইআইটি সংস্থার তরফ থেকে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শূন্যপদ- IIT সংস্থার তরফ থেকে প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে শুধুমাত্র একটি পদেই কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে Computer Assistant পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে আগ্রহী আবেদনকারী প্রাণ প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক হতে হবে এছাড়াও Ms Office, গ্রাফিক্স ডিজাইন এ নূন্যতম তিন বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

আরও পড়ুন:WBPSC Supervisor Vacancy 2024- বহু শূন্যপদে রাজ্যে সুপারভাইজার পদে নিয়োগ, জানুন বিস্তারিত কিভাবে করবেন আবেদন।

মাসিক বেতন- Computer Assistant পদে নিয়োগের পর কর্ম অবস্থায় প্রার্থীর মাসিক বেতন হবে ৩০,০০০ টাকা।

প্রয়োজনীয় নথিপত্র- কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কবে আবেদন জানানোর জন্য আবেদনকারী প্রার্থীর কিছু প্রয়োজনীয় নথিপত্র থাকা আবশ্যক সেগুলি হল প্রার্থীর আধার কার্ড অথবা ভোটার কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট এছাড়াও আবেদনকারী প্রার্থীর বায়োডাটা।

IIT Computer Assistant Recruitment 2024

আবেদন পদ্ধতি- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের কোনোরকমের আবেদন পত্র আলাদা করে জমা দিতে হবে না শুধুমাত্র আবেদন ফরমটি ফিলাপ করে সাথে সমস্ত যাবতীয় বৈধতথ্য নিয়ে ইন্টারভিউয়ের দিন সরাসরি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।

নিয়োগ পদ্ধতি- Computer Assistant পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ এবং সর্বশেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর নির্ভর করে প্রার্থীকে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ- Computer Assistant পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের আগামী ১৭ই মে ২০২৪ তারিখে ইন্টারভিউ দিতে হবে ‌।

Official Notification:- Click Here

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।