রাজ্যের সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ রাজ্যের ২৩ টি জেলা থেকেই। নারী পুরুষ নির্বিশেষে সবাই এই পদের জন্য আবেদন জানাতে পারবে। তাহলে বেশি দেরি না করে এই প্রতিবেদনের মাধ্যমে জানবো কি করে এই আবেদন জানাতে হবে।
পদের নাম – রাজ্যের গ্রুপ ডি লেভেলের পদে প্রার্থী নিয়োগ করা হবে বলে উল্লেখিত রয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ।
শিক্ষাগত যোগ্যতা – আগ্রহী আবেদনকারী প্রার্থীদের ভারত সরকার স্বীকৃত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে তবেই সেই প্রার্থী এই পদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
বয়সসীমা- রাজ্য সরকারের গ্রুপ ডি পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন- রাজ্য সরকারের গ্রুপ ডি পদে নিযুক্ত হওয়ার পর কর্মরত অবস্থায় প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা পর্যন্ত।
প্রয়োজনীয় নথিপত্র- রাজ্য সরকারের গ্রুপ ডি পদে আবেদন জানানোর জন্য আবেদনকারী প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র থাকা আবশ্যক সেগুলি হল-
১) মাধ্যমিকের এডমিট কার্ড
২) প্রার্থীর বার্থ সার্টিফিকেট।
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
৪) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।
৫) আধার কার্ড
৬) ভোটার কার্ড
৭) কাস্ট সার্টিফিকেট
৮) পাসপোর্ট সাইজের রঙিন ফটো
৯) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র।
আবেদন প্রক্রিয়া- রাজ্যের গ্রুপ ডি পদে আবেদন জানানোর জন্য আগ্রহে আবেদনকারী প্রার্থীদের অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম টি ডাউনলোড করে নিয়ে সেটিকে নির্ভুলভাবে সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। এবং সেটিকে জমা দিতে হবে।
আবেদনের শেষতারিখ- আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা এই পদে আবেদনের জানাতে চান তারা আগামী ০৮/০৫/২০২৪ তারিখের মধ্যে অফলাইনে আবেদন জানাতে পারবে।
Official Notification:- Click Here