Gold Price Today 2024: এই অক্ষয় তৃতীয়াতে সোনা কিনুন সস্তা জলের দামে, আজকের সোনার দাম দেখলে হবেন অবাক।Gold Price Today 2024: এই অক্ষয় তৃতীয়াতে সোনা কিনুন সস্তা জলের দামে, আজকের সোনার দাম দেখলে হবেন অবাক।

চলতি মাসেই অক্ষয় তৃতীয়া আর এই শুভ দিনে অনেকেই সোনা কিনে থাকেন, আপনিও যদি সেই লিস্টেই থাকেন যে কিনা অক্ষয় তৃতীয়ায় সোনা কিনবেন ভাবছেন তাহলে সোনার দাম আপনার দেখে নেওয়া দরকার।এই দাম দেখলে যে আপনার চোখ চরখগাছ হবে সেটা আর বলার নেই।

সম্প্রতি সোনার দাম অনেকটাই বেড়েছে যা কিনা সাধারণ মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে।তবে এই সোনার দাম কখনো বা বাড়ে কখনো বা কমে। সামনে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে আপনি সোনা কেনার কথা চিন্তা করলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

আজকে সোমবার ৬ই মে, ২০২৪ তারিখে শুধু সোনা নয় সোনার সাথে রুপোর দামও অনেকটাই কমেছে। ৬ মে সোমবার ২০১৪ ২২ক্যারেট সোনার দাম ৬৫,৮৪০ টাকা। এবং ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আজকের তারিখে হল ৭১,৮২০ টাকা।৫ই মে রবিবার এই ২২ক্যারেট সোনার দাম ছিল ৬৫,৮৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৭১,৮৩০ টাকা।

আরও পড়ুন:WB Axix Bank Recruitment 2024: লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের অ্যাক্সিস ব্যাংকে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ ।

অন্যদিকে আজকের তারিখে ১কেজি রুপোর দাম ৮২৯০০ টাকা। তবে গতকাল অর্থাৎ ৫ই মে রবিবার এক কেজির রূপোর দাম ছিল ৮৩০০০ টাকা।

অর্থাৎ আপনি যদি এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আপনার ঘরে সোনা অথবা রুপোর নিয়ে যেতে চান তাহলে আপনার জন্য এটি হবে একটি ভালো সুযোগ। শুধু অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই নয় এই বিয়ের মরশুমেও সোনার দামের পতনে খুশি সাধারণ জনগণ।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।