চলতি মাসেই অক্ষয় তৃতীয়া আর এই শুভ দিনে অনেকেই সোনা কিনে থাকেন, আপনিও যদি সেই লিস্টেই থাকেন যে কিনা অক্ষয় তৃতীয়ায় সোনা কিনবেন ভাবছেন তাহলে সোনার দাম আপনার দেখে নেওয়া দরকার।এই দাম দেখলে যে আপনার চোখ চরখগাছ হবে সেটা আর বলার নেই।
সম্প্রতি সোনার দাম অনেকটাই বেড়েছে যা কিনা সাধারণ মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে।তবে এই সোনার দাম কখনো বা বাড়ে কখনো বা কমে। সামনে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে আপনি সোনা কেনার কথা চিন্তা করলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
আজকে সোমবার ৬ই মে, ২০২৪ তারিখে শুধু সোনা নয় সোনার সাথে রুপোর দামও অনেকটাই কমেছে। ৬ মে সোমবার ২০১৪ ২২ক্যারেট সোনার দাম ৬৫,৮৪০ টাকা। এবং ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আজকের তারিখে হল ৭১,৮২০ টাকা।৫ই মে রবিবার এই ২২ক্যারেট সোনার দাম ছিল ৬৫,৮৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৭১,৮৩০ টাকা।
অন্যদিকে আজকের তারিখে ১কেজি রুপোর দাম ৮২৯০০ টাকা। তবে গতকাল অর্থাৎ ৫ই মে রবিবার এক কেজির রূপোর দাম ছিল ৮৩০০০ টাকা।
অর্থাৎ আপনি যদি এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আপনার ঘরে সোনা অথবা রুপোর নিয়ে যেতে চান তাহলে আপনার জন্য এটি হবে একটি ভালো সুযোগ। শুধু অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই নয় এই বিয়ের মরশুমেও সোনার দামের পতনে খুশি সাধারণ জনগণ।