Gold price in Kolkata 2024Gold price in Kolkata 2024

Gold price in Kolkata 2024 : প্রতিদিন বেড়েই চলেছে সোনার দাম এই সোনার দাম বাড়ছে এবং কমছে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদার উপর নির্ভর করে। আবারো এই জুন মাসের প্রথমেই এক ধাক্কায় বেড়ে গেল অনেকটা সোনার দাম। তাহলে আর দেরি না করে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানবো কলকাতায় কত টাকা বৃদ্ধি পেল সোনার মূল্য।

Gold price in Kolkata 2024 : আজ১জুন শনিবার ২২ক্যারেট ১০গ্রাম সোনার মূল্য হল ৬৮,৩০০ টাকা তবে গতকাল অর্থাৎ ৩১মে কলকাতার বাজারে ১০গ্রাম ২২ক্যারেট সোনার দাম ছিল ৬৮,১২০ টাকা। এবং আজ১জুন শনিবার ২৪ক্যারেট ১০গ্রাম সোনার মূল্য হল ৭৪,৫৬০ টাকা তবে গতকাল অর্থাৎ ৩১মে কলকাতার বাজারে ১০গ্রাম ২৪ক্যারেট সোনার দাম ছিল৭৪,৩৬৮ টাকা।

WBJEE Result check Date 2024:কবে প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট? কোথায় প্রকাশিত হবে? পুরোটাই জানুন বিস্তারিত।

যদি সোনার দাম এভাবে বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষের জন্য সোনা কেনা আরও কঠিন হয়ে উঠবে। তবে যারা সোনায় বিনিয়োগ করতে পছন্দ করেন, তারা এতে বেশি লাভবান হবেন।সোনায় বিনিয়োগ অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ এবং এতে ভালো রিটার্ন পাওয়া যায়।দেশে অনেক মানুষ রয়েছেন যারা শেয়ার বাজার বা ব্যাংকে বিনিয়োগ করার পাশাপাশি সোনায়ও বিনিয়োগ করেন।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।