Free Selai Machine Scheme 2024: কেন্দ্র সরকার দেশবাসীর জন্য একের পর এক বিভিন্ন রকমের প্রকল্প চালু করেছেন। সমস্ত প্রকল্পে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে লাভবান হয়েছে এবার কেন্দ্রীয় সরকারের একটি নতুন প্রকল্প ভারতীয় নারীদের জন্য। সমাজে ভারত নারীদের সম্মান এবং অর্থনৈতিক দিক দুটোকেই তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন “ফ্রী সেলাই মেশিন প্রকল্প”(Free Selai Machine Scheme)। এ প্রকল্পে ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আজকে প্রকাশিত এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।
কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?
দেশের দারিদ্র মহিলা যারা অর্থনৈতিকভাবে সমাজে পিছিয়ে রয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রী এই নতুন প্রকল্পটি চালু করেছেন। এর ফলে মহিলারা ঘরে বসে কাজ করতে পারবে যার ফলে তাদের অর্থেরও যোগান ঘটবে এবং তারা আর বেকার বসে থাকবে না বাড়িতে। ২০ থেকে ৪০ বছর বয়সী সমস্ত মহিলারা এই ফ্রি সেলাই মেশিন প্রকল্পে(Free Selai Machine Scheme)তাদের নাম নথিভুক্ত করাতে পারবেন।এই প্রকল্পটি চালু হয়েছে যাতে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলারা আত্মনির্ভর এবং আত্মকেন্দ্রিক হতে পারে এবং সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে।
আরও পড়ুন: RRB Group-D Recruitment 2024: মাধ্যমিক পাশে রেলে ২লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।
এই প্রকল্পের সমস্ত সুবিধা গুলি কি কি?
Free Selai Machine Scheme প্রকল্পে আবেদনকারী প্রার্থীদের বেশ কিছু সুবিধা দেওয়া হবে সেগুলি হল-
১) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা চালু হওয়া এই নতুন ফ্রি সেলাই মেশিন প্রকল্পে আর্থিক দিক থেকে দুর্বল সমস্ত মহিলারাই আবেদন জানাতে পারবেন।
২) এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের প্রত্যেকটি রাজ্যে ৫০ হাজারেরও অধিক মহিলা আর্থিকভাবে খুবই নিঃস্ব এবং যাদের খুবই দরকার তাদের সেলাই মেশিন প্রদান করা হবে।
আরও পড়ুন: Govt New scheme 2024: প্রতিমাসে ২৫০০ টাকা দেবে রাজ্য সরকার, অনলাইনে আবেদন জানান এখনই।
৩) এই প্রকল্পটি গ্রাম এবং শহর দুই জায়গাই প্রযোজ্য।
৪) এই Free Selai Machine Scheme-র মাধ্যমে মহিলারা বিনামূল্যে সেলাই মেশিন পেলে তারা সেটিকে ব্যবহার করে টাকা উপার্জন করতে পারবে যার ফলে তারা আত্মকেন্দ্রিক এবং আত্মনির্ভর হতে হবে এর পাশাপাশি তারা পরিবার চালাতেও সক্ষম হবে।