Free Laptop Scheme 2024Free Laptop Scheme 2024

Free Laptop Scheme 2024: আমাদের দেশে শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতির জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে।বর্তমান সময়ে অনলাইন শিক্ষা হচ্ছে একটি নতুন অঙ্গ।আর এই অনলাইন শিক্ষার জন্য দরকার স্মার্টফোন অথবা ল্যাপটপ।তাই বিভিন্ন রাজ্য সরকার ফ্রি ল্যাপটপ প্রকল্প চালু করেছে।এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

Free Laptop Scheme 2024: ফ্রি ল্যাপটপ প্রকল্প২০২৪ এই নতুন প্রকল্পের বিষয়ে আসন বিস্তারিত জানিয়ে এই প্রতিবেদনে-

এই প্রকল্পের অধীনে এক কোটির ও অধিক শিক্ষার্থীকে বিনা মূল্যে ল্যাপটপ প্রদান করা হবে। তার জন্য প্রার্থীকে অবশ্যই একজন ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে অষ্টম নবম অথবা দশম শ্রেণী পাস করে থাকতে হবে এর সাথে সাথে তার পড়াশোনা চালিয়ে যেতে হবে তাহলেই সেই প্রার্থী এই প্রকল্পের সুযোগ পাবে। প্রকল্পে আবেদন জানানোর জন্য আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক আয় বার্ষিক এক লক্ষ টাকার কম হতে হবে তাহলেই সেই প্রার্থী এই পদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এছাড়াও আবেদনকারী শিক্ষার্থীর শেষ উত্তীর্ণ পরীক্ষায় ৭৫ শতাংশ নাম্বারের বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন : Railway Group-D Vacancy 2024: ৪২৩৫৫ শূন্যপদে ভারতীয় রেলে Group-D পদে নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায় জানান আবেদন।

Free Laptop Scheme 2024-প্রকল্পে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারী শিক্ষার্থীর কিছু প্রয়োজনীয় নথিপত্র থাকা আবশ্যক সেগুলি হল,

১) শিক্ষার্থীর আধার কার্ডের জেরক্স।

২) শিক্ষার্থীর ভোটার কার্ডের জেরক্স।

৩) ব্যাংকের পাস বইয়ের জেরক্স।

৪) লাস্ট পরীক্ষায় উত্তীর্ণ রেজাল্ট।

৫) শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আরের শংসাপত্র।

৬) শিক্ষার্থীর ঠিকানার প্রমাণপত্র।

৭) মোবাইল নাম্বার।

৮) পাসপোর্ট সাইজের ফটো।

বর্তমান সময়ে পড়াশুনা থেকে শুরু করে সব কিছুই ডিজিটাল অর্থাৎ অনলাইনের মাধ্যমে আর তার জন্য প্রত্যেকটি শিক্ষার্থীর দরকার উপযুক্ত ফোন অথবা ল্যাপটপ। আর তার জন্যই ফ্রি ল্যাপটপ প্রকল্পের মাধ্যমে ভারতের এক কোটিরও অধিক শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হবে।

আরও পড়ুন :  IBPS Gramin Bank Recruitment 2024: গ্রামীণ ব্যাংকে ৭০০০টি শূন্যপদে কর্মী নিয়োগ, বিনামূল্যে অনলাইনে জানান আবেদন শীঘ্রই ।

শিক্ষার্থীদের অনলাইন এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজ্যের স্কুল অথবা কলেজ গুলিতে শুরু হয়ে গিয়েছে। এই বিনামূল্যে ল্যাপটপ প্রকল্প। এটি আপনারা আপনাদের স্কুল অথবা কলেজ থেকেই আবেদন জানাতে পারবেন। ল্যাপটপ মূলত প্রযুক্তিগত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রদান করা হবে তবে অন্যান্য ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রধানত টাকা প্রদান করা হবে তার কারণ হলো প্রযুক্তিগত শিক্ষাক্ষেত্রে ল্যাপটপ তাদের পড়াশোনাকে চালিয়ে যাওয়ার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান।

আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ করার পর শিক্ষার্থীরা প্রথমে ত্রি ল্যাপটপ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্ধ প্রদানের পোর্টালে উপস্থিত হয়ে ওখানে প্রাপ্ত লিংকে ক্লিক করার পর মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের রোল নাম্বার এবং পাস আউট করার বছর লিখে সাবমিট করতে হবে তারপর প্রদর্শনী তালিকাতে একটি পিডিএফ সামনে চলে আসবে তারপরেই আবেদনকারী প্রার্থীর নাম এই প্রকল্পে রয়েছে কিনা অথবা সুবিধা পেয়েছে কিনা সেই ব্যাপারে জানতে পারবে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।