Forest Guard Vacancy 2024Forest Guard Vacancy 2024

Forest Guard Vacancy 2024: সম্প্রতি বন ও জলবায়ু মন্ত্রকের পক্ষ থেকে ফরেস্টগার্ড সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী আবেদনকারী প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বিশেষ সুবর্ণ সুযোগ। তাহলে এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য।


কোন সংস্থার তরফ থেকে কর্মী নিয়োজিত হবে?


সম্প্রতি বন ও জলবায়ু মন্ত্রকের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে‌।

কোন কোন পদে প্রার্থী নিয়োগ করা হবে?


যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে মোট তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে।
১) ফরেস্ট গার্ড/Forest Guard
২)ভেহিকেল ড্রাইভার /Vehicle Driver
৩)লাইট ভেহিকেল ড্রাইভার/Light Vehicle Driver

মোট কতগুলি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে?


সম্প্রতি বন ও জলবায়ু মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ১৬২৭টি শূন্যপদে কর্মী নিয়োগের কথা উল্লেখিত রয়েছে।ফরেস্ট গার্ড/Forest Guard এ ১৪৮৪টি শূন্যপদে, ভেহিকেল ড্রাইভার /Vehicle Driver ৭৭টি শূন্যপদে এবং লাইট ভেহিকেল ড্রাইভার/Light Vehicle Driver পদে ৬৬ জন কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন : WB Serveyor Vacancy 2024: রাজ্যে সার্ভেয়র পদে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ইন্টারভিউয়ের মাধ্যমে জানান আবেদন‌।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী হওয়া আবশ্যক?


বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে তবেই সেই প্রার্থী এইসব পদগুলিতে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।প্রত্যেকটি পদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা কত হওয়া উচিত?


ফরেস্ট গার্ড/Forest Guard সহ অন্যান্য পথগুলিতে আবেদন জানানোর জন্য প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়মঅনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে।

মাসিক বেতন কত করে প্রদান করা হবে?


বিজ্ঞপ্তিতে যেহেতু একের অধিক পদে নিয়োগের কথা বলা হয়েছে তাই পদ অনুযায়ী মাসিক বেতন ও ভিন্ন হবে। তবে সবচেয়ে উচ্চপদে আসীন হওয়ার পর কর্মরত প্রার্থীর মাসিক বেতন শুরু হবে ২০,২০০ টাকা থেকে। প্রত্যেকটি পদে মাসিক বেতনের ব্যাপারে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

আরও পড়ুন : WB New Scheme 2024: ১২,৫০০ টাকা পাবেন রাজ্যের মাত্র এই একটি কার্ড থাকলেই! কার্ডের জন্য আবেদন জানান আজই।

কোন পদ্ধতিতে আবেদন জানাবেন?


আগ্রহী আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে হবে তারপর নিজের যাবতীয় বৈধ তথ্য দিয়ে ফরম ফিলাপ সম্পূর্ণ করে সেটিকে সাবমিট করতে হবে অনলাইনে তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন মূল্য কত জমা করতে হবে?


আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা আবেদন জানাতে চান আবেদন জানানোর জন্য একটি আবেদন মূল্য জমা করতে হবে সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য হবে ৩৫০ টাকা তবে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য হবে ২৫০ টাকা।

Official Notification:- Click Here

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।