E- Shram Card payment Update 2024: বেকার জনগণের জন্য কর্মসংস্থান তৈরি করা এবং দেশের বেকার সমস্যা সমাধানের উদ্দেশ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার নতুন একটি প্রকল্প এই ই-শ্রম কার্ড চালু করেছেন।দেশের সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য মোদি সরকার এই ই- শ্রম প্রকল্প চালু করেছে এবং তার সাথে চালু করেছে ই- শ্রম কার্ড।
E- Shram Card payment Update 2024 এই ই-শ্রম কার্ডের দ্বারা যে কোন অসংগঠিত ক্ষেত্রে কর্মী যেমন ছোট ব্যবসায়ী শ্রমিক দিনমজুর ইত্যাদি মানুষেরা উপকৃত হয়ে থাকেন।
- এই কার্ডের দ্বারা ৬০ বছর পেরোলেই যে কোন ব্যক্তি মাসিক ৩০০০ টাকা করে পেনশন পাবে।
এই কার্ডের দ্বারা এই প্রকল্পে নথিভূক্ত মানুষেরা আর্থিক সাহায্য সহ বিভিন্ন রকমের সাহায্য পেয়ে থাকবে।
প্রথমত এই কার্ডে নাম অন্তর্ভুক্ত থাকা ব্যক্তি ৬০ বছর পেরোলে মাসিক ৩০০০ টাকা করে পেনশন পাবেন।
এই কার্ডের মাধ্যমে কার্ড হোল্ডারকারী ব্যক্তির পরিবারে সেলাই মেশিন এবং বাইসাইকেল প্রদান করা হবে।
এই কার্ড থাকলে ব্যাক্তি ভারতবর্ষের যে কোন রাজ্য থেকে এই কার্ডের সুবিধা পেতে পারে তার জন্য ব্যক্তিকে এই কার্ডের সাথে তার রেশন কার্ড লিঙ্ক করিয়ে নিতে হবে।
ই-শ্রম কার্ড হোল্ডারকারী শারীরিক দিক থেকে যদি অক্ষম হয় তাহলে তাকে এক লক্ষ টাকা প্রদান করা হবে এবং কার্ড হোল্ডারকারী ব্যক্তি মারা গেলে তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত প্রদান করবে কেন্দ্রীয় সরকার।
E- Shram Card payment Update 2024 শ্রমিকদের প্রথমে ই-শ্রম কার্ডের জন্য নিবন্ধন করতে হবে। শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট ই-শ্রম কার্ডের সাথে লিঙ্ক করতে হবে। শ্রমিকদের বেতন ই-শ্রম কার্ডের মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবেন। এই পদ্ধতি গ্রহণ করলেই এই শ্রম কার্ড ধারক টাকা পাবে ১০০০ ।
এই টাকা পাওয়ার জন্য আপনাকে শ্রমও কার্ড যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বান্ধন যোজনার জন্য আবেদন জানাতে হবে যার ফলে ৬০ বছরের উর্ধ্বে নাগরিকরা পাবে ৩০০০ টাকা এবং ৬০ বছরের নিম্নের নাগরিকরা পাবেন ১০০০ টাকার পেনশন।