CMFRI job Recruitment 2024- সমস্ত রাজ্যবাসীর জন্য রয়েছে বিশেষ সুখবর। Central Marine fishers research institute এর তরফ থেকে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সমস্ত জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারবে। তাহলে আর দেরি না করে এই প্রতিবেদনের মাধ্যমে আবেদনের যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত জানুন।
CMFRI job Recruitment 2024
Employment No- 3-1/22-23/DRS
নিয়োগকারী সংস্থা- Central Marine fishers research institute , দীঘা রিজিওনাল স্টেশনের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মোট শূন্যপদ- সম্প্রতি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে মোট ১টি পদে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম- Central Marine fishers research institute এর তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে Young Professional পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- ইয়ং প্রফেশনাল পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিজ্ঞান অথবা সমুদ্র বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
আরও পড়ুন:CSL Job Recruitment 2024: সপ্তম শ্রেণী পাশে CSL-এ গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ।
বয়স সীমা- Central Marine fishers research institute এর তরফ থেকে Young Professional পদে বয়স সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন- ইয়ং প্রফেশনাল পদে কর্মরত অবস্থায় প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে ৩০,০০০ টাকা থেকে।
আবেদন প্রক্রিয়া- Central Marine fishers research institute এর তরফ থেকে Young Professional পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
CMFRI job Recruitment 2024-
নিয়োগ পদ্ধতি- আগ্রহী আবেদনকারী প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী এই পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ- আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা আবেদন জানাবেন তাদের আগামী ০৭/০৬/২০২৪ তারিখে ইন্টারভিউয়ে স্থানে পৌঁছে যেতে হবে।
Official Notification:- Click Here