Airtel Payment Bank CSP 2024: আপনিও যদি হতে চান একজন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের(Airtel Payment Bank) এজেন্ট তাহলে কি কি প্রয়োজনীয়! মাসে কত টাকা আয় হবে, কোথায় গিয়ে, কিভাবে আবেদন জানাতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানুন আজকে আমাদের এই একটি প্রতিবেদনের মাধ্যমেই।
Airtel Payment Bank CSP 2024: রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত একটি সুযোগ। বাড়িতে বসেই আয় করুন মাসে ২০হাজার টাকা। যদি নূন্যতম শিক্ষাগত যোগ্যতাতে হতে চান এয়ারটেল পেমেন্ট ব্যাংকের একজন এজেন্ট তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই।
Airtel Payment Bank এর এজেন্ট অথবা রিটেলার পদে আবেদন করলে আপনাকে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সমস্ত গ্রাহকদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করতে হবে এবং তাদের সমস্ত সমস্যার সমাধান করতে হবে। এবং এর মাধ্যমে আপনারা মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করতে পারবেন।
আবেদরকারি প্রার্থী যারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এর রিটেলার পদে জন্য আবেদন জানাতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে সমস্ত তথ্য দিয়ে নির্ভুলভাবে ফরম ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে।
আরও পড়ুন: Railway TC Recruitment 2024: রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে ৩হাজার শূন্যপদে TC নিয়োগ, করুন আবেদন এইভাবে।
ব্যাংকের এজেন্ট অথবা রিটেলার হওয়ার জন্য কোন্ নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমার প্রয়োজন নেই। আপনার একটি দোকান এবং মোবাইল ফোন থাকলেই আপনি একজন এজেন্ট হতে পারবেন।