After H.S. Career guidance 2024After H.S. Career guidance 2024

After H.S. Career guidance 2024: ৮ই মে বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৭,৫৫,৩২৪ জন এবং উত্তীর্ণ হয়েছেন ৬,৭৯,৭৮৪ জন। চলতি বছর পাসের হার ৯০ শতাংশ। তবে এর পরে কি নিয়ে পড়লে সহজেই বর্তমান সময়ে সহজেই চাকরি পাওয়া যাবে ? সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

After H.S. Career guidance 2024
“EduTips” নিয়ে এসেছে সাইন্স,কমার্স,আর্টস, বিভিন্ন স্ট্রিমে আলাদা আলাদা প্রফেশনাল বা চাকরি এছাড়াও বিভিন্ন স্কলারশিপ এবং আরো অনেক কিছু নিয়ে এসেছে। এই লক্ষ্য হলো শিক্ষার্থীদের শিক্ষাগত ও পেশাগত জীবনের লক্ষ্য নির্ধারণের সাহায্য করা এছাড়াও তাদের জন্য উপযুক্ত ক্যারিয়ারের বিকল্প খুঁজে দেওয়া সাহায্য করা এবং বিভিন্ন ধরনের চাকরির সুযোগ করে দেওয়া।

আরও পড়ুন :Para legal Volunteer vacancy 2024: মাধ্যমিক পাশে ৩৫০টি শূন্যপদে প্যারা লিগাল ভলেন্টিয়ার পদে নিয়োগ।

After H.S. Career guidance 2024

এই প্রোগ্রামের মাধ্যমে সরকারি স্কলারশিপ প্রোগ্রাম ও বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা পাবে শিক্ষার্থীরা। সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আগ্রহ এবং দক্ষতার উপর নির্ভর করে তাদের বিভিন্ন কোর্স রিকমেন্ডেশন দেওয়া হবে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।