After 10th Profesional Career guide 2024After 10th Profesional Career guide 2024

After 10th Profesional Career guide 2024: মাধ্যমিক পাস করে থাকা সকল শিক্ষার্থী যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। সম্প্রতি কলকাতা টুল রুম মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে উল্লেখিত রয়েছে মাধ্যমিকের পর যে কোন ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং এর পরের সুযোগ দেবে ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পের মতো ক্ষেত্রে। তাহলে আর দেরি না করে আজকের এই প্রতিবেদনে জানুন বিস্তারিত।

After 10th Profesional Career guide 2024: কলকাতার টুল রুম সংস্থার তরফ থেকে Tool And Diy Making, Mechanical এবং Mechatronics এই তিনটি বিষয়ের ওপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করানো হবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা।

Tool And Diy Making নিয়ে ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ হবে চার বছরে এবং অন্য দুটি বিষয়ের(Mechanical এবং Mechatronics)ক্ষেত্রে ডিপ্লোমা শেষ হবে তিন বছরে। এই ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা কোর্সগুলি করার জন্য প্রার্থীদের মাধ্যমিক স্তরে ৫০ শতাংশ নাম্বার বা তার বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলেই তারা ডিপ্লোমা করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

আরও পড়ুন: ICDS Anganwari Recruitment 2024: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ১৩হাজার শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে জানান আবেদন।

আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং এর জন্য আগ্রহী তারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন আগামী আটই জুন হবে লিখিত পরীক্ষা তারপর ১২ই জুন মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তার ওপর ভিত্তি করে স্টুডেন্ট নির্বাচন করা হবে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।