After 10th Profesional Career guide 2024: মাধ্যমিক পাস করে থাকা সকল শিক্ষার্থী যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। সম্প্রতি কলকাতা টুল রুম মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে উল্লেখিত রয়েছে মাধ্যমিকের পর যে কোন ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং এর পরের সুযোগ দেবে ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পের মতো ক্ষেত্রে। তাহলে আর দেরি না করে আজকের এই প্রতিবেদনে জানুন বিস্তারিত।
After 10th Profesional Career guide 2024: কলকাতার টুল রুম সংস্থার তরফ থেকে Tool And Diy Making, Mechanical এবং Mechatronics এই তিনটি বিষয়ের ওপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করানো হবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা।
Tool And Diy Making নিয়ে ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ হবে চার বছরে এবং অন্য দুটি বিষয়ের(Mechanical এবং Mechatronics)ক্ষেত্রে ডিপ্লোমা শেষ হবে তিন বছরে। এই ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা কোর্সগুলি করার জন্য প্রার্থীদের মাধ্যমিক স্তরে ৫০ শতাংশ নাম্বার বা তার বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলেই তারা ডিপ্লোমা করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং এর জন্য আগ্রহী তারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন আগামী আটই জুন হবে লিখিত পরীক্ষা তারপর ১২ই জুন মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তার ওপর ভিত্তি করে স্টুডেন্ট নির্বাচন করা হবে।