About Us

আপনি কি সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ,ব্যবসা,ট্রেন্ডিং খবর, এবং অন্যান্য সংবাদের নিয়মিত আপডেট পেতে চান? তাহলে আপনি রয়েছেন সঠিক প্ল্যাটফর্মে। এ প্লাটফর্মে আপনি পাবেন আপনার চাহিদানুযায়ী সমস্ত রকমের আপডেট।

কাজেরবার্তা‘ একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট যেখানে আপনি নিয়মিত বিভিন্ন বিষয়ের প্রতিবেদন ও নোটিস পাবেন।আমাদের ‘কাজেরবার্তা’ ওয়েবসাইট সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং আমরা সবসময় সঠিক ও বিভ্রান্তিমুক্ত তথ্য প্রকাশ করে থাকি।’কাজেরবার্তা’ কোনো নিয়োগকারী সংস্থা নয়, বরং তথ্য প্রদানকারী মাধ্যম।

কাজেরবার্তা’-তে প্রকাশিত প্রতিবেদন পড়ে কোনো আবেদন করতে চাইলে অবশ্যই প্রতিবেদনের সাথে দেওয়া সংশ্লিষ্ট অফিশিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে দেখে তারপর আবেদন করবেন। ভবিষ্যতে কোনোরকমের সমস্যা হলে তার জন্য ‘কাজেরবার্তা’ দায়ী থাকবে না।

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।