ABC ID online apply 2024ABC ID online apply 2024

ABC ID online apply 2024: ২০২৩ সাল থেকে উনিভার্সিটি গ্রান্ড কমিশনের(UGC)পক্ষ থেকে কলেজগুলিতে ন্যাশনাল এডুকেশন পলিসি(NEP)নতুন নিয়ম জারি হয়েছে। যে সমস্ত শিক্ষা প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং কলেজে অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হবে তাদের জন্য রয়েছে নতুন নিয়ম।

ABC ID online apply 2024: ABC ID এর সম্পূর্ন নাম হলো একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট। টি একটি অনলাইন ডিজিটাল পরিকাঠামো যেখানে ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের বিভিন্ন শিক্ষার থেকে অর্জিত ডিগ্রি এখানে সংরক্ষিত করে রাখতে পারবে।

আরও পড়ুন: After 10th Profesional Career guide 2024,: মাধ্যমিকের পর করুন এই প্রশিক্ষণ তাহলেই মিলবে ঝটফট চাকরির সুযোগ! জেনেনিন বিস্তারিত।

উচ্চ শিক্ষা তথা গ্রাজুয়েশন, স্নাতকোত্তর কোর্স, ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট কোর্স, পিএইচডি কোর্স বিভিন্ন কোর্সের ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের এই নতুন ABC ID থাকতে হবে।

ABC ID শিক্ষার্থীরা বিভিন্ন রকমের সুবিধা পাবে-


১) শিক্ষার্থীরা তাদের সমস্ত শিক্ষাগত ডিগ্রি এই প্লাটফর্মে সংরক্ষণ করে রাখতে পারবে এর ফলে তাদের সবসময় আর আসল ডকুমেন্ট নিয়ে ঘোরাঘুরি করতে হবে না।
২) এর ফলে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের জালিয়াতির হাত থেকে বাঁচতে পারবে।

আরও পড়ুন: Railway TC Recruitment 2024: রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে ৩হাজার শূন্যপদে TC নিয়োগ, করুন আবেদন এইভাবে।

ABC ID বানানোর জন্য প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখানে নিজের নাম ফোন নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে সাইন আপ করে নিতে হবে। তারপরে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র দিয়ে ভোট করে ফাইনাল সাবমিট করতে হবে তাহলেই ABC ID তৈরি হয়ে যাবে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।