Aadhar Card Lone: আধার কার্ড থাকলেই পাবেন ৩,০০,০০০ টাকা, আবেদন করুন এইভাবে।Aadhar Card Lone: আধার কার্ড থাকলেই পাবেন ৩,০০,০০০ টাকা, আবেদন করুন এইভাবে।

আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ আইডি কার্ড।এই আইডি কার্ডটি থাকলে আপনি পাবেন৩,০০,০০০ টাকার লোন। আধার কার্ড থাকলে আপনি ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে এই লোনের জন্য আবেদন জানাতে পারবেন। কোন পদ্ধতিতে এই লোনের জন্য আবেদন জানাবেন সেই বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।

এই প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত নাগরিক তথা আর্থিকভাবে দরিদ্র পরিবার আধার কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৩,০০,০০০ টাকার লোন গ্রহণ করতে পারবে।

প্রয়োজনীয় নথিপত্র- আধার কার্ডের মাধ্যমে এই লোন পাওয়ার জন্য আবেদনকারীদের কিছু প্রয়োজনীয় নথিপত্র থাকা আবশ্যক, সেগুলি হল-

  • আবেদনকারী প্রার্থীর আধার কার্ড।
  • আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র।
  • ভোটার কার্ড।
  • প্যান কার্ড।
  • পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
  • মোবাইল নাম্বার
  • আবেদনকারী প্রার্থী যদি চাকরিজীবী হয়ে থাকে তাহলে বেতন স্লিপ।
  • আবেদনকারী প্রার্থীর স্বাক্ষর।

আরও পড়ুন: After H.S. Career guidance 2024: উচ্চমাধ্যমিক পাশ করলেই ফ্রি Career গাইড, এই স্কলারশিপ গাইড হাতছাড়া করলে হারাবেন বিশেষ সুযোগ।

সুদের হার- আধার কার্ড লোন থেকে আপনারা লোন গ্রহণ করলে আপনাদের বাৎসরিক ৬.৫% সুদ দিতে হবে।

আবেদনকারীর যোগ্যতা- আবেদনকারী প্রার্থীর কিছু যোগ্যতা থাকা আবশ্যক তাহলেই সেই প্রার্থী এই লোন পাবেন-


১) যেই ব্যক্তি এই লোন গ্রহণ করবেন সেই ব্যক্তির বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
২) ঋণের জন্য আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
৩) আবেদনকারীর ব্যাংকের পাস বইয়ের বিবরণ প্রদান করতে হবে।
৪) ঋণের জন্য আবেদনকারী প্রার্থীর ব্যাংকের কোন ঋণের খেলাপি থাকলে সে আর এই ঋণ গ্রহণ করতে পারবে না।
৫) আবেদনকারীর সিভিল ৭৫০ এর বেশি হতে হবে।
৬) ঋণের জন্য আবেদনকারী প্রার্থীর একটি স্মার্টফোন থাকা আবশ্যক।

আবেদন প্রক্রিয়া- আধার কার্ড লোনে আবেদনের জন্য যে আবেদন পত্রটি দেওয়া হবে সেটিকে সমস্ত নদীপত্রের দ্বারা নির্ভুলভাবে ফিলাপ করে প্রয়োজনীয় নথিপত্র অ্যাটাচ করে জমা দিতে হবে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।