রাজ্যের বাসিন্দাদের জন্য এসেছে এক অসাধারণ সংবাদ। সোনার মতো মসৃণ সময় আসতে চলেছে নারী থেকে পুরুষ, সকলের জন্যই। সব চিন্তার বাইরে গিয়ে রাজ্য সরকার নিতে চলেছে এক বিশাল পদক্ষেপ। 2 কোটি 40 হাজার মহিলার পর, এবার আরও 11 লক্ষ মানুষের জীবনযাত্রায় আসবে পরিবর্তন। তবে এর জন্য রাজ্যের বাসিন্দাদের ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের সুবিধা প্রদানের পর, এবার রাজ্য সরকার তাদের দৃষ্টি ঘুরিয়েছে গরিব, দুঃখী এবং মধ্যবিত্ত শ্রেণির দিকে। সরকারের স্পষ্ট বক্তব্য, কেন্দ্র অর্থ প্রদান না করলেও রাজ্য পিছিয়ে থাকবে না। একা হাতেই 11 লক্ষ মানুষের স্বপ্ন পূরণ করবে।
নূন্যতম উচ্চমাধ্যমিক পাসে স্কুল সার্ভিস কমিশনে ২৬২৯টি শূন্যপদে নিয়োগ, আবেদন জানান শীঘ্রই।
ডিসেম্বরে কী কী সুখবর আসবে?
1. বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে 2 কোটির বেশি মহিলারা প্রতিমাসে 1000 থেকে 1200 টাকা করে পাচ্ছেন। কিন্তু এখনও বহু মহিলা রয়েছেন যারা আবেদন জমা দিয়েও টাকা পাননি। বিডিও অফিস, পঞ্চায়েত কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে বারবার ছোটাছুটি করেও লাভ হয়নি। তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ডিসেম্বর মাস থেকে সকলেই টাকা পাবেন।
2. লক্ষ্মীর ভান্ডারের পর অনেক মহিলার নতুন বিধবা ভাতা হয়েছে। তারাও একইভাবে বিডিও অফিস, পঞ্চায়েত অথবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে টাকা পাননি। এই মহিলাদের জন্যও এসেছে সুখবর। তাঁদের টাকা ডিসেম্বর মাস থেকেই প্রদান করা হবে।
WB Railway Recruitment 2024: ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে রেলে কর্মী নিয়োগ, অনলাইনে জানান আবেদন।
3. বাংলার বাড়ি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী করেছেন একটি বড় পরিকল্পনা। শীঘ্রই তালিকা অনুযায়ী বাড়ি নির্মাণের কাজ শুরু হবে। গত 12 বছরে 43 লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে। তবে এখনও 11 লক্ষ বাড়ি নির্মাণ বাকি। ডিসেম্বর মাসেই এই বাড়িগুলোর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হবে। প্রথম কিস্তিতে 60,000 টাকা প্রদান করা হবে