PM Modi Electric MobilityPM Modi Electric Mobility

PM Modi Electric Mobility Promotion New Scheme 2024: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একের পর এক প্রকল্প ঘোষণা করছে এর মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো ইলেকট্রিক মবিলিটি প্রমোশন প্রকল্প (Electric Mobility Promotion Scheme)। প্রকল্পটি গ্রহণের উদ্ভব হলো পরিবেশকে রক্ষা করা,যাতে ভবিষ্যৎ প্রজন্ম হতে পারে সুস্থ এবং সুন্দর।


কেন্দ্র সরকার ইলেকট্রিক যানবাহনের প্রচলন বাড়ানোর জন্য একটি স্কিম চালু করেছে, যার নাম ইলেকট্রিক মবিলিটি প্রমোশন স্কিম(Electric Mobility Promotion Scheme)। এই স্কিমের মাধ্যমে, আপনি যদি ইলেকট্রিক বাইক, স্কুটি বা ৪চাকা গাড়ি কেনেন, তাহলে সরকারের তরফ থেকে আপনি পাবেন আর্থিক সুবিধা। তবে এই সুবিধা শুধুমাত্র ইলেকট্রিক যানবাহনের জন্যই প্রযোজ্য। এর ফলে, জনগণের মনে ইলেকট্রিক যানবাহন অর্থাৎ যা পরিবেশবান্ধব সেই যানবাহন ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি, দূষণ কমানো সম্ভব হবে।

আরও পড়ুন : Bank of Baroda New Vacancy 2024:৪৬০টি শূন্যপদে পরীক্ষা ছাড়া ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগের আবেদন জানান শীঘ্রই।

বর্তমান সময়ে পরিবেশ রক্ষার গুরুত্ব বিবেচনায়, কেন্দ্র সরকার ইলেকট্রিক গাড়ি কেনার জন্য একটি বিশেষ স্কিম ঘোষণা করেছে। এই ‘ইলেকট্রিক মবিলিটি প্রমোশন স্কিম’ (Electric Mobility Promotion Scheme) এর অধীনে, ইলেকট্রিক গাড়ি কেনার সময় ভর্তুকি প্রদান করা হবে।পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির ব্যবহার থেকে প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হয়। এই ফসিল ফুয়েলগুলির অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো ক্রমশ নিঃশেষিত হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় সংকট তৈরি করতে পারে।এই প্রকল্প আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার লক্ষ্যে, কেন্দ্র সরকারের তরফে এই অভিনব উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

ভারতে পরিবেশবান্ধব পরিবহনের প্রচলন বৃদ্ধি করতে, সরকার বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে অন্যতম হলো বৈদ্যুতিক গাড়ির (Electronic Vehicles) ব্যবহারকে উৎসাহিত করা। বর্তমান প্রজন্ম ইলেকট্রিক গাড়িকে বেশি পরিমাণে পছন্দ করছেন তার জন্য ভারতের প্রধান গাড়ি উৎপাদক সংস্থা গুলি বৈদ্যুতিক গাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।কেন্দ্র সরকারের তরফে, দেশে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে ব্যাপক পরিবর্তন দেশে ইলেকট্রনিক যানবাহনের বৃদ্ধি উদ্দেশ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগগুলির মাধ্যমে, পরিবেশ দূষণ কমানো এবং শক্তি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে।

আরও পড়ুন NVS Recruitment 2024: কেন্দ্রীয় স্কুলে ইন্টারভিউয়ের মাধ্যমে ৭৩৬টি শূন্যপদে শিক্ষক নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত।

২চাকার ইলেকট্রিক ভেহিকেল (Electronic Vehicles) কিনলে গ্রাহককে গাড়ির মোট মূল্যের ওপর ১০,০০০টাকার ভর্তুকি দেওয়া হবে। ৩চাকার ইলেকট্রিক ভেহিকেল (Electronic Vehicles) কিনলে গ্রাহককে গাড়ির মোট মূল্যের ওপর ২৫,০০০ টাকার ভর্তুকি প্রদান করবে কেন্দ্রীয় সরকার। এবং ৪চাকার ইলেকট্রিক ভেহিকেল (Electronic Vehicles) কিনলে গ্রাহককে গাড়ির মোট মূল্যের ওপর ১.৫লক্ষ টাকার ভর্তুকি প্রদান করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ইলেকট্রিক ভেহিকেল (Electronic Vehicles) কোম্পানি গুলিতে গিয়ে আপনারা নিজেদের নাম রেজিস্টার করাতে পারেন এবং গাড়ি কেনার সময় আপনারা কেন্দ্রীয় সরকারের তরফে এই ভর্তুকি লাভ করবেন যার ফলে আপনার পকেটও হবে খুশি।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।