Railway Group-D Vacancy 2024Railway Group-D Vacancy 2024

Railway Group-D Vacancy 2024:‌ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় রেলের গ্রুপ-ডি(Group-D)পদে সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যে সমস্ত চাকরিপ্রার্থীরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ভালো চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের প্রতীক্ষার অবসান ঘটল।রাজ্যের সমস্ত নারী-পুরুষ নির্বিশেষে আবেদন জানাতে পারবেন।তাহলে আর দেরি না করে Group-D পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা সহ বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।


কোন সংস্থার তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে?


সম্প্রতি ভারতীয় রেলওয়ের তরফ থেকে গ্রুপ-ডি(Group-D)পদে কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।

কতগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে?


ভারতীয় রেলওয়ের তরফ থেকে গ্রুপ-ডি(Group-D) পদে ৪২৩৫৫টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কোন পদে কর্মী নিযুক্ত হবে?


ভারতীয় রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী Group-D লেভেলের সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে জানা যাচ্ছে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।

আবেদন জানানোর জন্য শিক্ষাগত যোগ্যতা কত হওয়া প্রয়োজন?


Group-D লেভেলের সমস্ত পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোন বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে তা ছাড়াও আইটিআই ডিগ্রি থাকা আবশ্যক তাহলেই সেই প্রার্থী আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন :  HPCL New job recruitment 2024: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।

প্রার্থীর বয়সসীমা কত হওয়া প্রয়োজন?


Group-D লেভেলের পদে আবেদন জানানোর জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের বয়সের নিম্নসীমা ১৮ বছর এবং উর্ধ্বসীমা ৩৩ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী আবেদনের জন্য বয়সে ছাড় রয়েছে।

নিযুক্ত হওয়ার পর প্রার্থীর মাসিক বেতন কত?


ভারতীয় রেলের Group-D লেভেলের পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীর মাসিক বেতন শুরু হবে ২৮,৪৪২টাকা থেকে। এরপর প্রার্থীর চাকরির অভিজ্ঞতা বাড়ার সাথে প্রার্থীর মাসিক বেতনও বৃদ্ধি পাবে।

কীভাবে আবেদন জানাবেন?


Group-D লেভেলের পদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে হবে।প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে নিজের বৈধ ও সক্রিয় সব নথিপত্র দিয়ে ফর্ম ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে তাহলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে আবেদনকারী প্রার্থীর।

আবেদন মূল্য কত দিতে হবে?


আবেদনকারী জেনারেল এবং ওবিসি( General ,OBC) প্রার্থীদের ৫০০ টাকা আবেদনমূল্য এবং এসসি,এসটি(SC,ST) ও অন্যান্য সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী প্রার্থীদের ২৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

আরও পড়ুনPM Mudra lone Scheme 2024: কেন্দ্র সরকার দিচ্ছে সকলকে ৫০ হাজার টাকা, জানুন কিভাবে করবেন আবেদন।

কিভাবে নিয়োগ করা হবে?


ভারতীয় রেলের Group-D লেভেলের পদে আবেদনকারী প্রার্থীদের সবার প্রথমে লিখিত পরীক্ষা দেওয়া হবে এবং লিখিত পরীক্ষার পরে ফিজিক্যাল ফিটনেস এবং মেডিকেল ফিটনেসে ওপর যাচাই করে যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।