WB Food SI Recruitment 2024: রাজ্যের খাদ্য দপ্তরে আবারো নতুন করে বিরাট শূন্যপদে ফুড এসআই(Food SI) নিয়োগ। চলতি বছরে কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে ফুড এসআই (Food SI) এর পরীক্ষা এবং এই পরীক্ষায় হয়েছে প্রচুর দুর্নীতি।তবে রাজ্যের খাদ্য দপ্তর আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা আবেদন জানাতে চান তারা শিক্ষাগত যোগ্যতা, বয়সীমা সহ বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
কোন সংস্থার তরফ থেকে নিয়োগ করা হবে?
রাজ্যের WBPSC -র খাদ্য দপ্তরের তরফ থেকে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে?
খাদ্য দপ্তরের তরফে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে মোট ৬১৪৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: WB ASI Recruitment 2024:- রাজ্যে বহু শূন্যপদে ASI ও হেড কনস্টেবল নিয়োগ, শীঘ্রই জানান আবেদন।
কোন পদে নিয়োগ করা হবে?
রাজ্যের WBPSC -র খাদ্য দপ্তরের তরফে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে ফুড এসআই(Food SI)-র ডেপুটি ম্যানেজার, জেনারেল ম্যানেজার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একাউন্টান্স ম্যানেজার,মুভমেন্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন জানানোর জন্য প্রার্থীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী হওয়া আবশ্যক?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা খাদ্য দপ্তরের তরফে ফুড এসআই(Food SI)পদে আবেদন জানাতে চান তাদের ভারত সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয়ে থেকে নূন্যতম মাধ্যমিক পাশ অথবা সমতুল্য কোন ডিগ্রী থাকলেই সেই প্রার্থী আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন: TATA Company job Recruitment 2024: টাটা কোম্পানিতে পরীক্ষা ছাড়াই চাকরি, অনলাইনে আবেদন জানান শীঘ্রই।
প্রার্থীর বয়স সীমা কত হওয়া প্রয়োজন?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা খাদ্য দপ্তরের তরফে ফুড এসআই(Food SI)পদে আবেদন জানাতে চান তাদের বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে এছাড়াও বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারেন।
কিভাবে আবেদন জানাবেন?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা এই পদে আবেদন জানাতে চান তারা অনলাইনে আবেদন জানাতে পারবেন। কার জন্য সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে তারপর প্রয়োজনীয় নথিপত্র ফিলাপ করে নিতে হবে নির্ভুলভাবে এবং তারপর সাবমিট করতে হবে তাহলে আবেদনকারী প্রার্থীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে?
যারা খাদ্য দপ্তরের তরফে ফুড এসআই(Food SI)পদে আবেদন জানাতে চান তাদের প্রথমে একটি অনলাইন টেস্ট নেওয়া হবে এবং এরপর ট্রেনিংয়ের ওপর বিচার করে কর্মীকে নিয়োগ করা হবে।