WB Group -D Recruitment 2024:সম্প্রতি রাজ্যের জেলা আদালতে গ্রুপ-ডি(Group-D)পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। রাজ্যের মহিলা ও পুরুষ নির্বিশেষে সমস্ত চাকরিপ্রার্থীরাই এই Group-D পদে আবেদন জানাতে পারবেন। তাহলে আর দেরি না করে আবেদন জানানোর জন্য প্রার্থী বয়সসীমা শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
কোন সংস্থার থেকে কোন কোন পদে নিয়োগ করা হবে?
রাজ্যের জেলা আদালতে রাজ্য সরকারের তরফ থেকে ক্লার্ক ও গ্রুপ-ডি (clerk and Group -D)পদে নতুন কর্মী নিয়োগ করা হবে এমনটাই উল্লেখিত রয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
কতগুলি পদে কর্মী নিয়োগ করা হবে?
রাজ্যের তরফে Group -D লেভেলের পদে মোট ১২,০০০ কর্মী নিয়োগ করা হবে।
আবেদন জানানোর জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি হওয়া প্রয়োজন?
রাজ্যে Group -D লেভেলের পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে যে কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করে থাকতে হবে তবেই সেই প্রার্থী এই পদে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীদের বয়স সীমা কত হওয়া আবশ্যক?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা Group -D লেভেলের পদে আবেদন জানাতে চান তাদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী ছাড় রয়েছে ।
আরও পড়ুন: New Pension scheme 2024: প্রতিমাসে পাবেন ১ লক্ষ টাকা শুধু বিনিয়োগ করুন ১০০০ টাকা। জানুন বিস্তারিত।
কর্মরত প্রার্থীদের বেতন কত হবে?
রাজ্যের তরফে Group -D লেভেলের পদে কর্মরত অবস্থায় প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে ২২,৫০০ টাকা থেকে। কাজ করতে থাকলে কাজ করার সময় এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে কর্মীর মাসিক বেতনও বৃদ্ধি পাবে।
আবেদন জানানোর প্রক্রিয়া?
যে সকল আগ্রহী আবেদনকারী প্রার্থী Group -D লেভেলের পদে আবেদন জানাতে চান তারা অনলাইনে এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে তারপরে নিজের বৈধ তথ্য দিয়ে আবেদন ফরমটি ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে তাহলেই আবেদনকারীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
কিভাবে নিয়োগ করা হবে?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা আবেদন জানাবেন তাদের প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ নেওয়া হবে তারপর শিক্ষাগত যোগ্যতার এবং মেরিট লিস্টের উপর নির্বাচন করে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: WB ASI Recruitment 2024:- রাজ্যে বহু শূন্যপদে ASI ও হেড কনস্টেবল নিয়োগ, শীঘ্রই জানান আবেদন।
কত টাকা আবেদন ফি জমা দিতে হবে?
সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী প্রার্থীদের অনলাইনে আবেদন ফি হিসেবে ১৫০ টাকা জমা করতে হবে। এবং জেনারেল শ্রেণীর প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি হিসেবে জমা করতে হবে।