Kalyani AIIMS Job Recruitment 2024: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স কল্যাণী(Kalyani AIIMS)থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে বহু শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে সকল প্রার্থী।যারা দীর্ঘদিন রাজ্যে চাকরির অপেক্ষায় বসে ছিলেন তাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা আবেদন জানাতে চান তারা এই আবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
কোন সংস্থার তরফ থেকে নিয়োগ করা হবে?
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী(AIIMS Kalyani) থেকে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন পদে নিয়োগ করা হবে?
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী(AIIMS Kalyani) তরফ থেকে সম্প্রতি যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে Junior Research পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন জানানোর জন্য প্রার্থী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী হওয়া আবশ্যক?
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী(AIIMS Kalyani) তরফ থেকে Junior Research পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
আরও পড়ুন: WB ASI Recruitment 2024:- রাজ্যে বহু শূন্যপদে ASI ও হেড কনস্টেবল নিয়োগ, শীঘ্রই জানান আবেদন।
প্রার্থীর বয়সসীমা কত হওয়া প্রয়োজন?
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী(AIIMS Kalyani) তরফ থেকে Junior Research পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে।
নিয়োজিত হওয়ার পর বেতন কত হবে?
AIIMS Kalyani তরফ থেকে Junior Research পদে চাকরি পাওয়ার পর কর্মরত অবস্থায় প্রার্থীদের মাসিক শুরু হবে ২৮,০০০ টাকা থেকে। এরপর প্রার্থীর চাকরিতে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে তার বেতন বৃদ্ধি পাবে।
কিভাবে আবেদন জানাবেন?
আগ্রহী প্রার্থী যারা AIIMS Kalyani তরফ থেকে Junior Research পদে চাকরি করতে চান তাদের অনলাইন অথবা অফলাইনে আবেদন জানাতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত নথিপত্র নিয়ে সঠিকভাবে ,সঠিকস্থানে পৌঁছে যেতে হবে।
কিভাবে নিয়োগ করা হবে?
কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ সময় তারিখ?
সম্প্রতি AIIMS Kalyani তরফ থেকে Junior Research পদে নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে আগামী ০১/০৭/২০২৪ তারিখ সকাল ৯ টা থেকে ইন্টারভিউ শুরু হবে।