BIS Recruitment 2024:-যে সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। যে সমস্ত চাকরিপ্রার্থীর অন্যতম শিক্ষাগত যোগ্যতাতে কোন ভালো চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই চাকরির খবরটি। রাজ্যের তরফ থেকে Bureau of Indian standard(BIS)এ ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা উচ্চ বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুব সহজে অনায়াসেই অনলাইনে জানাতে পারবেন আবেদন, জানুন বিস্তারিত আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
কোন সংস্থার তরফ থেকে নিয়োগ করা হবে?
রাজ্যের তরফ থেকে সম্প্রতি Bureau of Indian standard(BIS) -এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন পদে নিয়োগ করা হবে?
সম্প্রতি Bureau of Indian standard(BIS)-র তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে ইয়ং প্রফেশনাল(Young Professional) পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: WB ASI Recruitment 2024:- রাজ্যে বহু শূন্যপদে ASI ও হেড কনস্টেবল নিয়োগ, শীঘ্রই জানান আবেদন।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী হওয়া আবশ্যক?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা রাজ্যের BIS তরফে উল্লেখিত বিজ্ঞপ্তিরYoung Professional পদে আবেদন জানাবেন তাদের সরকার স্বীকৃত যে কোন বিশ্ব বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলেই সেই প্রার্থী এই পদে আবেদন জানানোর জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
প্রার্থীর বয়স সীমা কত হওয়া প্রয়োজন?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা রাজ্যের BIS তরফে উল্লেখিত বিজ্ঞপ্তিরYoung Professional পদে আবেদন জানাবেন তাদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নিয়োজিত হওয়ার পর বেতন কত হবে?
রাজ্যের BIS তরফে উল্লেখিত বিজ্ঞপ্তির Young Professional পদে নিয়োজিত হওয়ার পর কর্মরত অবস্থায় কর্মীর মাসিক বেতন শুরু হবে ৭০,০০০ টাকা থেকে।
কিভাবে আবেদন জানাবেন?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা এই পদে আবেদন জানাতে চান তারা অনলাইনে আবেদন জানাতে পারবেন। কার জন্য সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে তারপর প্রয়োজনীয় নথিপত্র ফিলাপ করে নিতে হবে নির্ভুলভাবে এবং তারপর সাবমিট করতে হবে তাহলে আবেদনকারী প্রার্থীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে?
রাজ্যের BIS তরফে Young Professional পদে আবেদন জানালে আবেদনকারী প্রার্থীদের কোন রকমে লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউ এর মাধ্যমে মূলত কন্ট্রাক্ট বেসড চুক্তির ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
Official Notification:- Click Here