West Bengal Election 2024West Bengal Election 2024

West Bengal Election 2024: ২০২৪ সালের লোকসভার নির্বাচন এপ্রিল মাসে শুরু হয়েছে এবং শেষ হয়েছে জুন মাসে। আর আজকে অর্থাৎ ৪জুন ঘোষণা হলো লোকসভা নির্বাচনের ফলাফল। আর এবার নজির বললেন পশ্চিমবঙ্গের অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal Election 2024: প্রাক্তন CPI(M)সাংসদ অনিল বসুর রেকর্ড শেষে ভাঙ্গে পশ্চিমবঙ্গের বিধায়ক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ১৪ সালে লোকসভা নির্বাচনে প্রাক্তন সংসদ বিজয়ী হয়েছিলেন ৬,৮২,৫০২ ভোটে।

আরও পড়ুন: NCB Recruitment 2024: ৪৪,৯০০ টাকা বেতনে NCB -তে কর্মী নিয়োগ, ‌দেখুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত।

তবে ২০২৪ সালে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের অভিষেক ব্যানার্জি এবছর সেই রেকর্ড ভেঙে ডায়মন্ড হারবার কেন্দ্রে ৭,০৩,১৩৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

অভিষেক ব্যানার্জি ২০১৯ এর লোকসভা নির্বাচনে প্রায় ৩,২০,৫৯৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন পশ্চিমবঙ্গে তবে এ বছর তার ব্যবধান পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে নজিরবিহীন একটি ইতিহাস। অভিষেক ব্যানার্জি ২০২৪ সাল থেকেই ডায়মন্ড হারবারে একজন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন: Nvesting Tips 2024: ৫০০০ টাকা পান মাত্র ৭ টাকা করে জমিয়ে, কিভাবে করবেন জানুন বিস্তারিত।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।