Investing Tips 2024: সবাই নিজের আয়ের টাকা বাচিয়ে ভবিষ্যতের জন্য টাকা রাখতে চায়, কোথায় রাখলে বেশি মুনাফা অর্জন করবে সেই নিয়ে টেনশন। তাহলে এই টেনশনকে দিন বিদায় আর এই নতুন প্রকল্পে জমা রাখুন টাকা।
সবাই এমন একটি স্থানে টাকা রাখতে চাই যেখানে টাকা রাখলে মোটা অংকে সুদ সমেত সেই টাকা অনায়াসে ফেরত পাবে। চাকরিজীবী প্রার্থীরা অবসরের জন্য আগে থেকে কিছু টাকা সঞ্চয় করে রাখতে চাই যাতে তারা অবসর সময়ে সেই টাকা তাদের পরিবারে কাজে লাগাতে পারে।
কেন্দ্র সরকারের প্রকল্প অটল পেনশন স্কিম (Atal Pension Scheme) এই প্রকল্পটিতে এখনো লক্ষাধিক মানুষেরও বেশি মানুষ নাম নথিভুক্ত করিয়েছেন। এই স্কিমে আপনি প্রতিদিন ৭ টাকা করে রাখলে প্রতি মাসে ৫হাজার টাকা করে পাবেন। আর দেরি না করে এই যোজনার ব্যাপারে সম্পূর্ণ জানা যাক এই প্রতিবেদনের মাধ্যমে।
আরও পড়ুন:8th pay Commission 2024: কেন্দ্রীয় কর্মীরা পেল সুখবর, অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন ঘোষনা হল।
ভারতীয় নাগরিক যাদের বয়স ১৮ থেকে ৪২ বছরের মধ্যে তারা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন এবং তার ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণপত্র অর্থাৎ আধার কার্ড থাকা আবশ্যক।
Atal Pension Scheme এ আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের কিছু প্রয়োজনীয় নথিপত্র থাকা আবশ্যক সেগুলি হল-
১) প্রার্থীর আধার কার্ড।
২) ভারতীয় নাগরিক হওয়ার শংসাপত্র।
৩) ব্যাংকের বইয়ের জেরক্স।
আরও পড়ুন: LIC Agent Recruitment 2024: LIC সংস্থায় নবম শ্রেণী পাশেই এজেন্ট নিয়োগ, অনলাইনে জানান আবেদন।
Atal Pension Scheme এ আবেদন করার জন্য প্রার্থীকে অনলাইনে এর মাধ্যমে আবেদন জানাতে হবে।Atal Pension Scheme এ আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে নিজের ব্যাংক একাউন্ট এর সঙ্গে এই প্রকল্পের লিঙ্ক করাতে হবে। আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা সঞ্চিত রাখতে হবে সেই জমা করার টাকার উপর কেন্দ্রীয় সরকার আপনাকে পেনশন প্রদান করবে।