Govt New scheme 2024Govt New scheme 2024

পশ্চিমবঙ্গের জনসাধারণের আর্থিক উন্নতির জন্য রাজ্য সরকার দেশে সাধারণ জনগণের জন্য একের পর এক বিভিন্ন প্রকারের প্রকল্প ঘোষণা করেই চলছে। দেশের সাধারণ জনগনের জন্য রয়েছে প্রচুর প্রকল্প যার মাধ্যমে ৬ থেকে ৬০ প্রত্যেকটি মানুষই আর্থিক ভাবে সুবিধা ভোগ করে। মেয়েদের জন্য রয়েছে কন্যাশ্রী প্রকল্প মহিলাদের জন্য রয়েছে লক্ষ্মীর ভান্ডার এছাড়াও স্বাস্থ্য সাথী, সবুজ সাথী আরো রয়েছে একাধিক প্রকল্প।

Govt New scheme 2024: রাজ্যের কর্মহীন যুবক সম্প্রদায়ের যাতে হতাশায় নিমজ্জিত না হয় তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কর্মহীন যুবক সম্প্রদায়ের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট অংকের টাকা প্রদান করা হয় যা যুবশ্রী প্রকল্প (Yuvasree Scheme) নামে পরিচিত। এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে কর্মহীন যুবক সম্প্রদায় এর আবেদনকারী প্রার্থীর একাউন্টে প্রতিমাসে ঢুকবে ১০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত ।

আরও পড়ুন: 8th pay Commission 2024: কেন্দ্রীয় কর্মীরা পেল সুখবর, অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন ঘোষনা হল।

যুবশ্রী প্রকল্পে (Yuvasree Scheme) আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থী থেকে অবশ্যই একজন পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। যে সমস্ত যুবক-যুবতীরা কোন রকমের সরকারি বা বেসরকারি কোন কাজই করেনা তারাই একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন।

রাজ্য সরকারের এই যুবশ্রী (Yuvasree) প্রকল্পের আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীর কিছু প্রয়োজনীয় নথিপত্র থাকা আবশ্যক সেগুলি হল-


১) আবেদনকারী প্রার্থীর আধার কার্ড এবং ভোটার কার্ড।
২) প্রার্থীর মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) আবেদনকারী প্রার্থীর মাধ্যমিকের মার্কশিট।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) ব্যাংকের বই জেরক্স।
৬) আবেদনকারী প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো।

রাজ্যের বেকার যুবকেরা যারা যুবশ্রী (Yuvasree)প্রকল্পে আবেদন জানাবেন তাদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে তারপরে আবেদন সম্পূর্ণ ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।