8th pay Commission 2024: আগামী ৪ই জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবং ঠিক তারপরেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দুটি বড় ঘোষণা করা হবে। প্রথম ঘোষণাটি হল নতুন যে সরকার গঠন তো হবে সেই সরকার অষ্টম বেতন কমিশন গঠন করবে এবং মহার্ঘভাতা অর্থাৎ DA বাড়ানোর সিদ্ধান্ত দেওয়া হবে।
8th pay Commission 2024:জুন মাসে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে এই দুটি সিদ্ধান্ত গ্রহণ করার কারণ হলো কেন্দ্রীয় কর্মীদের আর্থিক সমস্যাগুলো দূর করে তাদের জীবন যাত্রার বৃদ্ধি করা।
নিয়ম অনুসারে প্রতি ১০ বছর পর একটি নতুন বেতন কমিশন গঠন করা হয়। সর্বশেষ বেতন কমিশন গঠিত হয়েছিল ২০১৪ সালে এবং যা কার্যকর হয়েছিল ২০১৬ সালে। যদি ২০২৪ সালের জুন মাসের শেষে অষ্টম বেতন কমিশন গঠিত হয় তাহলে তা কার্যকর হবে ২০২৬ সালে। অষ্টম বেতন কমিশন (8th pay Commission) গঠন হলে কেন্দ্রীয় কর্মীদের বেতনের বিরাট বৃদ্ধি ঘটবে।
আরও পড়ুন: LIC Agent Recruitment 2024: LIC সংস্থায় নবম শ্রেণী পাশেই এজেন্ট নিয়োগ, অনলাইনে জানান আবেদন।
লোকসভার নির্বাচনের পর জুন মাসের শেষের দিকে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘভাতা অর্থাৎ DA ৪ শতাংশ বৃদ্ধি হতে পারে যার ফলে কেন্দ্রীয় কর্মীদের মোট মহার্ঘভাতা অর্থাৎ DA ৫৪ শতাংশ হবে। ২০১৪ সালে গঠিত হওয়া সর্বশেষ অর্থাৎ সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে মহার্ঘ ভাতা বছরের দুবার পর্যালোচনা করা হয় বছরে দুবার একবার বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাসে এবং আরেকবার জুলাই মাসে। যদি জুন মাসে লোকসভা নির্বাচনের পর মহার্ঘভাতা বা DA বৃদ্ধি করা হয় তাহলে ১লা জুলাই থেকে কার্যকারী হবে সেটি।