Gold price in Kolkata 2024 : প্রতিদিন বেড়েই চলেছে সোনার দাম এই সোনার দাম বাড়ছে এবং কমছে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদার উপর নির্ভর করে। আবারো এই জুন মাসের প্রথমেই এক ধাক্কায় বেড়ে গেল অনেকটা সোনার দাম। তাহলে আর দেরি না করে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানবো কলকাতায় কত টাকা বৃদ্ধি পেল সোনার মূল্য।
Gold price in Kolkata 2024 : আজ১জুন শনিবার ২২ক্যারেট ১০গ্রাম সোনার মূল্য হল ৬৮,৩০০ টাকা তবে গতকাল অর্থাৎ ৩১মে কলকাতার বাজারে ১০গ্রাম ২২ক্যারেট সোনার দাম ছিল ৬৮,১২০ টাকা। এবং আজ১জুন শনিবার ২৪ক্যারেট ১০গ্রাম সোনার মূল্য হল ৭৪,৫৬০ টাকা তবে গতকাল অর্থাৎ ৩১মে কলকাতার বাজারে ১০গ্রাম ২৪ক্যারেট সোনার দাম ছিল৭৪,৩৬৮ টাকা।
যদি সোনার দাম এভাবে বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষের জন্য সোনা কেনা আরও কঠিন হয়ে উঠবে। তবে যারা সোনায় বিনিয়োগ করতে পছন্দ করেন, তারা এতে বেশি লাভবান হবেন।সোনায় বিনিয়োগ অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ এবং এতে ভালো রিটার্ন পাওয়া যায়।দেশে অনেক মানুষ রয়েছেন যারা শেয়ার বাজার বা ব্যাংকে বিনিয়োগ করার পাশাপাশি সোনায়ও বিনিয়োগ করেন।